Lakshmi puja market , Berhampore কারও বাড়িতে বুধবার রাতেই, কারও বাড়িতে আবার বৃহস্পতিবার কোজাগরী লক্ষ্মীপুজো। দেবীকে ফল, মিষ্টি, আনাজ-সহ নৈবেদ্য সাজিয়ে দেওয়ার রীতি রয়েছে ঘরে ঘরেই। কিন্তু পুজোর আয়োজন করতে গিয়েই কার্যত নাভিশ্বাস ফেলছে মধ্যবিত্ত বাঙালি। বহরমপুরের বাজারগুলিতে বুধবার সকাল থেকেই চড়া দাম ফুল, ফল, সব্জির। দাম বেড়েছে প্রতিমারও। দুর্গাপূজা থেকেই বাজার ঊর্ধ্বমুখী। অগত্যা পুজোর বাজারে বেরিয়ে লম্বা চওড়া লিস্টে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন বেশিরভাগ মানুষ। বহরমপুরের পুরনো কান্দি বাসস্ট্যান্ডে প্রতি বছরই লক্ষ্মী পুজোর আগে প্রতিমা নিয়ে বসেন ব্যবসায়ীরা। প্রতিমা বিক্রেতারা বলছেন, সর্বনিম্ন তিরিশ টাকা থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকার প্রতিমা রয়েছে। প্রতিমা কিনতেও ভিড় উপচে পড়ে দোকানে দোকানে। ক্রেতারা জানান, দাম বেশী হলেও পুজো হবেই।
Lakshmi puja market , Berhampore প্রতিমার সাথেই পুজোর সরঞ্জাম ও দশকর্মা ভান্ডারেও বিভিন্ন জিনিসের দাম নাগালের বাইরে। চলতি বছর বর্ষার পর থেকে কমছে না সব্জি সহ ফল-মূলের দাম। পুজো আসতেই সেই দাম আরও বৃদ্ধি পেয়েছে। বুধবারের বাজারে আপেল- ১২০ টাকা কেজি, নাশপাতি- ১০০ টাকা কেজি, পেয়ারা ৫০ টাকা কেজি, শসা ৫০ টাকা কেজি, সিঙ্গাপুরি কলা ৬০ টাকা ডজন, কাঁঠালি ৫ টাকা পিস। ফল ব্যবসায়ীরা বলছেন, লক্ষ্মী পুজোর বাজারে হচ্ছে না লক্ষ্মী লাভ। চাহিদা থাকলেও পরিমানে কম কিনছেন অনেকেই।
Lakshmi puja market , Berhampore ফল-সব্জির মতোই ফুলের দামও ঊর্ধ্বমুখী। মালার আকার অনুযায়ী দামও বেশি। এদিন এক এক পিস পদ্ম বিক্রি হয়েছে ১৫ থেকে ৩০ টাকায়। দাম বেশী গাঁদাফুলের মালা, রজনীগন্ধার মালারও।