নিজস্ব সংবাদদাতা,সুতিঃ লোহার গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে চোর। তারপরে ভিতর থেকে তালা বন্ধ করে চলে নিশ্চিন্তে চৌর্যকার্য। সুতিতে এক মন্দির থেকে চুরি হয়ে গেল কয়েক লক্ষ টাকার গয়না। সুতি থানার সাদিকপুর গ্রামে চক্রবর্তী পরিবারের বহু প্রাচীন মন্দির। সেখানেই অবস্থিত ছিল রাধা-গোবিন্দ সহ অন্যান্য দেব-দেবীর বিগ্রহ। বৃহস্পতিবার মাঝ রাতে ঘটে এই চুরির ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, প্রায় সবকিছুই সোনার এবং চাঁদির গহনা চুরি হয়েছে। মন্দির থেকে চুরি হওয়ার ফলে আশপাশের স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। কে বা কারা এই চুরির সাথে জড়িত সেই নিয়ে তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ।
সুতিতে মন্দির থেকে চুরি কয়েক লক্ষ টাকার গহনা
Published on: November 24, 2023









