Krishnath College: রিহার্সাল থামিয়ে মিছিলে ডাক, মারধরের অভিযোগ কৃষ্ণনাথ কলেজে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শনিবার তৃণমূল ছাত্রপরিষদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল ঐতিহ্যমণ্ডিত কৃষ্ণনাথ কলেজে। এদিন দুপুরে কলেজে চলছিল নাটকের রিহার্সাল। রিহার্সালে সামিল ছাত্রছাত্রীদের অভিযোগ, রিহার্সাল থামিয়ে মিছিলে যেতে বলে ইউনিয়ানের দাদারা। চাপ দেওয়া হয় মিছিলে যাওয়ার জন্য। চাপে পড়ে মিছিলে গেলে সেখানে ছবি, ভিডিও তোলা নিয়ে শুরু হয় বিতর্ক। ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, অনুমতি ছাড়া ছবি তোলার প্রতিবাদ করতেই মারধর করা হয় এক ছাত্রকে। ওই কলেজ ছাত্রকে টেনে হিঁচড়ে ইউনিয়ান রুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় বলে দাবি। ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সহসা নাট্য সংস্থার নির্দেশক সন্দীপ বাগচা। সহসা’র নির্দেশনাতেই চলছিল নাটকের রিহার্সাল। কলেজের এক ছাত্রী জানান, রিহার্সালের মাঝেই মিছিলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়।, খারাপ ব্যবহার করা হয়। মিছিলে গিয়ে ছবি তোলার প্রতিবাদ জানালে মারধোর করা হয় এক ছাত্রকে। ছাত্রী জানান, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, তৃণমূল ছাত্রপরিষদে নেতাকর্মীরাই এদিন মিছিলে আসার জন্য চাপ দেয়। যদিও এই বিষয়ে তৃণমূল ছাত্রপরিষদের কোন প্রতিক্রিয়া মেলেনি।