Berhampore BJP একসময় বঙ্গ কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন কৌস্তব বাগচি। কংগ্রেসে থাকা কালীন নিজের চুল কামিয়ে শপথ নিয়ে ছিলেন যতদিন না তিনি তৃণমূল কংগ্রেসকে বিধানসভায় হারাচ্ছেন ততদিন চুল গজাতে দেবেন না। তখনও তিনি কংগ্রেসের সদস্য। কিন্তু হটাৎ লোকসভা ভোটের আগে সব সমীকরণের ফের বদল। কৌস্তব দল ছাড়ার সময় বলেছিলেন বগটুই থেকে শুরু করে সন্দেশখালির মতন বড় ঘটনায় কংগ্রেসের কোনরকমের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া নেই। তার দীর্ঘদিন পর ‘অধীর গড়ে’ বিজেপির হয়ে ভোট প্রচারে এলেন কৌস্তব বাগচি। বৃহস্পতিবার বহরমপুরের চুঁয়াপুরে বিজেপির ডাক্তার প্রার্থী নির্মল সাহার হয়ে প্রচার করতে দেখা যায় তাকে। এইদিন সরাসরি বহরমপুরের কংগ্রেস প্রার্থী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করে বলেন, অধীর চৌধুরী আজ বড়ই একা আশে পাশে তাঁর কেউ নেই। ভাষোণ শুরুর কিছুক্ষণ পরে কৌস্তব খুলে ফেলেন পাগড়িও। এদিন বহরমপুরের চুঁয়াপুরের সভা থেকে নির্মল সাহা বলেন। রাজনীতিতে তাঁর আসার কারণ একটাই। রাজনীতিকে স্বচ্ছ রূপ দান করা। রাজনীতি বড়লোক হওয়ার রাস্তা হতে পারে না।
এইদিন বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা সহ অন্যান্য দলীয় কর্মীরা নিজেদের বক্তব্য রাখেন। আগামী ১৩ই মে বহরমপুর লোকসভার নির্বাচন। লড়াই মূলত ত্রিমুখী। নির্মল সাহার সঙ্গে লড়াই করছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইসুউফ পাঠান এবং কংগ্রেসের ৫ বারের সাংসদ অধীর চৌধুরী।