এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kolkata Sairang Express: কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে স্বাগত জানাতে বহরমপুর স্টেশনে জনজোয়ার

Published on: September 14, 2025
Kolkata Sairang Express

নিজস্ব প্রতিনিধিঃ মহালয়ার আগে শেষ রবিবার। পুজোর গন্ধ আকাশে বাতাসে। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই দোকান, বাজারে ভিড়। এদিনটা বহরমপুরবাসীর জন্যে অন্যরকম। এই প্রথম মিজোরাম, অসম থেকে সরাসরি ট্রেন আসছে বহরমপুরে। দুপুর ১ টায় নির্ধারিত সময়। তার অনেক আগে থেকেই সেখানে হাজির মুর্শিদাবাদের জনতা। প্রথম দিনই কিছুক্ষণ দেরিতে ঢুকল ট্রেনটি। ষ্টেশনে ঘোষণার সঙ্গে আর যেন ধৈর্য ধরছে না। এমন অবস্থা আরপিএফ, পুলিস ভিড় আটকাতে পারে না। সবাই ট্রেন ঢোকার প্রথম মুহূর্তটিকে সেলফিতে ধরে রাখতে চায়।  লাল বর্ডার দেওয়া কলকাতা সাইরাং এক্সপ্রেস ষ্টেশনে গড়িয়ে আসতেই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। হবে নাই বা কেন বহরমপুরে ট্রেনে চেপে সোজা উত্তরবঙ্গ হয়ে কামাখ্যা!

Kolkata Sairang Express

Kolkata Sairang Express উদ্বোধনের পরের দিনই প্রথমবারের জন্য বহরমপুর কোর্ট (Berhampore Court) ষ্টেশনে এসে থামল সাইরং-কলকাতা এক্সপ্রেস। নতুন ট্রেনকে স্বাগত জানাতে বহরমপুর কোর্ট সেশনে ভিড় বিজেপি নেতা-কর্মী ও যাত্রীদের। ঢাক বাজিয়ে , রেল লাইনে পুজো করে নয়া ট্রেনকে স্বাগত জানানো হয়। শনিবার বৈরবী-সাইরং রেলপথ উদ্বোধনের মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুর ১.৪৫ মিনিটে নয়া এক্সপ্রেস টেনটি পৌঁছয় বহরমপুর কোর্ট স্টেশনে। জনতার অনুরোধে ট্রেনের গার্ডও বাইরে বেরিয়ে এলেন। কয়েক মিনিট পর কলকাতার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। ষ্টেশনে নয়া এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানাতে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ বহু সাধারণ মানুষ। নশিপুর রেল ব্রিজ চালু হওয়ায় পর নয়া এক্সপ্রেস ট্রেন নিয়ে খুশি যাত্রীরা। অপেক্ষার অবসান। এবার বহরমপুর থেকে সোজা কামাখ্যা হয়ে মিজোরাম।

Kolkata Sairang Express

 

আরও পড়ুনঃ Kolkata Sairang Express: চলতে শুরু করল মিজোরাম থেকে কলকাতা ট্রেন, কাল দুপুর ১ টায় থামবে বহরমপুরে

Kolkata Sairang Express সাইরংগামী ওই ট্রেনটি প্রতি শনি, মঙ্গল ও বুধবার বহরমপুর স্টেশনে পৌঁছবে বেলা ৩ টে ২৮ মিনিটে এবং তা ছাড়বে বেলা ৩ টে ৩০ মিনিটে। এছাড়াও প্রতি মঙ্গল, শুক্র ও শনিবার কলকাতাগামী ট্রেনটি বহরমপুরে ঢুকবে বেলা ১০ টা ৫৩ মিনিটে। পাশাপাশি, বহরমপুর থেকে ছাড়বে বেলা ১০ টা ৫৫ মিনিটে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now