Kisan Mandi ধান কেনা শুরু ১ তারিখ থেকে, ৩ দিনেই টাকা পাবেন । ১ নভেম্বর থেকেই খারিফ মরশুমে ধান কেনা শুরু করবে রাজ্য সরকার।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করতে নভেম্বর মাসের প্রথম দিন থেকেই ধান সংগ্রহ করা হবে। এই জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হচ্ছে। ধানের টাকা কৃষকের একাউন্টে ৩ দিনের মধ্যে ঢুকে যাবে বলেও নিশ্চিত করা হয়েছে।
Kisan Mandi আরও পড়ুনঃ WBADMIP আদমি প্রকল্পে কৃষকদের জন্য নতুন সুযোগ কী কী ?

খারিফ মরশুমে ( Kharif Marketing Season KMS 2025-26) ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে প্রতি কুইন্টালে ২,৩৬৯ টাকা। রাজ্য সরকারের ধান ক্রয় কেন্দ্রে বা মোবাইল ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করা কৃষকদের প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০ টাকার উৎসাহ ভাতা দেবে।
Kisan Mandi ধান বিক্রি করার সময় কী কী কাগজপত্র দরকার ?
ধান বিক্রি করার জন্য কৃষককে প্রথমে epaddy.wb.gov.in ওয়েবসাইটে “Farmer Self- Scheduling” মেনু থেকে তাঁর জেলার মধ্যে একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নিতা হবে ও ধান বিক্রির জন্য একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নিতে হবে ও ধান বিক্রির জন্যে একটি দিন ও স্লট স্থির করতে হবে। সাধারণত একটি ধান ক্রয় কেন্দ্রে একদিনে ৬০ জন কৃষকের ধান ক্রয় করা হয়। কৃষক কেন্দ্র ও দিন স্থির করে নিলে তাঁকে ওয়েবসাইট থেকে একটি রসিদ দেওয়া হয়। ধান বিক্রির জন্যে নির্দিষ্ট দিনে ওই রসিদ এবং আধার-সংযুক্ত মোবাইল নিয়ে কৃষককে ধানসহ ক্রয় কেন্দ্রে উপস্থিত হতে হবে।
তবে এইদিন জমা দেওয়া -১. ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট (এফআরসি ), ২. ভোটার কার্ড, ৩. আধার কার্ড, ৪. জমির কাগজ (অনথিভুক্ত বর্গাদারের জন্য নয়), ৫. ব্যাঙ্ক-এর পাসবই – এই গুলির আসল সঙ্গে রাখা ভালো।
Kisan Mandi ধানের দাম কতো ?
এ বছর ধানের ন্যুনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২,৩৬৯/- টাকা । স্থায়ী ধান ব্রয় কেন্দ্রগুলি বা মোবাইল ক্রয় কেন্দ্র গুলিতে ধান বিক্রি করলে, কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০ /- টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে । অর্থাৎ, কুইন্টাল প্রতি ধানের মূল্য বাবদ কৃষক ২,৩৮৯/- টাকা পাবেন। এই টাকা কৃষকের ব্যাঙ্ক আ্যাকাউন্টে, ধান বিক্রির পর তিনটি কাজের দিনের মধ্যে, সরাসরি জমা হবে ।
একজন চাষী গোটা বছরে সর্বাধিক ৯০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন। অবশ্য সর্বাধিক বিক্রয়যোগ্য ধানের পরিমাণ, কৃষকবষন্ধু পোর্টালে দেওয়া জমির পরিমান অথবা ৮0০ অনুমোদিত চাষযোগ্য জমির পরিমাণের( কৃষক বন্ধু নেই এমন কৃষকদের জন্য) উপর নির্ভর করবে।










