Kiranmoy Nanda বিজেপিকে রুখতে ধর্ম নিরপেক্ষ বাম শক্তিগুলিকে নিয়ে প্রচেষ্টা দরকার
Kiranmoy Nanda Kiranmoy Nanda SP Kiranmay Nanda সমাজবাদী পার্টির কাছ থেকে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে স্বীকৃতি পেলেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। সমাজবাদী পার্টি মূলত উত্তর প্রদেশের দল। বহরমপুরে কর্মী সম্মেলনে যোগ দিতে এসে রবিবার রাজ্যের প্রাক্তন মৎস্য মন্ত্রী তথা সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা কিরণময় নন্দ (Kiranmoy Nanda) বলেন, ”হাইকোর্টে জনস্বার্থ মামলায় এই মামলাটি উঠেছিল। যারা মামলা করেছিলেন, তারা বলেছিলেন এই ভিত্তি প্রস্তর বন্ধ করা হোক। আদালত রায় দেয়নি। আদালতে আইনি স্বীকৃতি পেয়ে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।” তবে তিনি হুমায়ুন কবিরের রাজনৈতিক দল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সেক্ষেত্রে হুমায়ুন বা যে কেও হোক তাঁর কী চিন্তা ভাবনা সেটা তাদের মধ্যেই সীমাবদ্ধ। আমরা কোনও জবাব দেব না। বা আলোচনাও করবো না।
আরও পড়ুনঃ Humayun Masjid Opening: হুমায়ুনময় সভামঞ্চে কড়া নিরাপত্তায় মসজিদের শিলান্যাস
Kiranmoy Nanda পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হবে কি হবে না এটা তৃণমূলের উপর নির্ভর করছে
Kiranmoy Nanda Kiranmoy Nanda SP Kiranmay Nanda রাজ্যে আগামী বিধানসভা ভোটে জোট হবে কি না সেই বিষয়ে বলেন, জোট নির্ভর করে যে রাজ্যে যে শক্তিশালী দল তার উপরে। এখানে সব চেয়ে শক্তিশালী বিজেপি বিরোধী তৃণমূল কগ্রেস। রাজ্যে ইন্ডিয়া জোট নির্ভর করছে তৃণমূলের উপর। ইন্ডিয়া জোট সারা ভারতের ক্ষেত্রে যেরকম তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে সেরকম ইন্ডিয়া জোট হবে কি হবে না এটা তাদের উপর নির্ভর করছে। আমরা উত্তর প্রদেশে ইন্ডিয়া জোট করেছি। ইন্ডিয়া জোটের পক্ষে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপির আস্ফালনকে রুখে দেওয়ার জন্যে সব ধর্ম নিরপেক্ষ বাম শক্তিগুলিকে একসঙ্গে নিয়ে সবরকমভাবে প্রচেষ্টা হওয়া উচিত।

Kiranmoy Nanda Kiranmoy Nanda SP Kiranmay Nanda কিরণময় নন্দের কথায়, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে ইন্ডিয়া জোটের কোনও অস্তিত্ব ছিল না। আমরা উত্তর প্রদেশে ইন্ডিয়া জোট করেছিলাম। সেখানে তৃণমূলকে একটা সিট দিয়েছিলাম। কংগ্রেসকে ১৭ টি আসন দিয়েছিলাম। বাকি সব আসনে আমরা লড়াই করেছিলাম। আমরা সর্বভারতীয় দল। সর্বভারতীয় স্তরে পার্টিকে বিস্তারের চেষ্টা করি।
Kiranmoy Nanda সম্প্রীতির বার্তা কিরণময়ের
Kiranmoy Nanda Kiranmoy Nanda SP Kiranmay Nanda কিরণময় নন্দ আরও বলেন, যদি কোরানের বাংলা অর্থ ঠিক মতো পড়ে দেখেন, আর গীতার বাংলা ভাষ্য ঠিকমতো পড়ে দেখেন দুটো ভাষ্যের মধ্যে কোনও পার্থক্য নেই। কোরানে মানুষের উদ্দ্যেশ্যে যে বাণী তুমি সৎ হও, ভালো কাজ করো, গীতারও সেই একই বাণী। কোরান, গীতা, বাইবেলের মধ্যে কোনও তফাত নেই। ধর্মীয় মনোভাব সামনে রেখে মানুষের আসল সমস্যাকে যারা দূরে সরিয়ে দিতে চাইছে যে ব্যর্থতা সারা ভারত জুড়ে আজ তৈরি হয়েছে, মানুষের যে দুরবস্থা। দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার যে চেষ্টা করা হচ্ছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রচার ছিল, আছে, থাকবে।















