এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kids’ Takeover  চ্যানেলের দায়িত্বে স্কুল ছাত্রী । খবরে কী বদল ?

Published on: November 24, 2024
Kids' Takeover

Kids’ Takeover খবরে এবার উঠে আসবে শিশুদের অধিকারের কথাও। প্রতি সপ্তাহে শিশুদের অধিকার নিয়ে পরিবেশিত হবে খবর। প্রতি মাসে শিশুরা কথা বলবে নিজেদের অধিকার নেই। সেই অনুষ্ঠানও সম্প্রচার করা হবে ইমাজিন কমিউনিটি মিডিয়ায়। বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে চ্যানেলের এডিটর হিসেবে দায়িত্ব নিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছেন চুঁয়াপুর  বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সৌমিকি  চক্রবর্তী । মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সৌমিকি  চক্রবর্তী,  ইমাজিন সিটিভির  সম্পাদক হিসেবে দায়িত্ব  গ্রহণ করেন। এরপর ওই চ্যানেলের কর্মীদের সঙ্গে মিটিংও করেন তিনি। আলোচনায় উঠে আসে শিশুদের অধিকারের কথা।  অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি সিদ্ধান্ত নেন, প্রতি সপ্তাহে অন্তত  একবার করে এমন একটি খবর প্রচার করা হবে  যা জেলার শিশুদের সমস্যা ও দাবিগুলি নিয়ে হবে। এবং প্রতি মাসে একটি অনুষ্ঠান হবে যেখানে শিশুরা নিজেদের কথা বলতে পারবে।  এই উদ্যোগটি ছিল বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজন করা একটি বিশেষ কর্মসূচির অন্তর্ভুক্ত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের UNICEF  পশ্চিমবঙ্গ শাখার যোগাযোগ বিশেষজ্ঞ সুচরিতা বর্ধন  । তিনি জানান, এই টেক ওভার মিডিয়ায় শিশুদের অধিকারের কথা আরও বলিষ্ঠ ভাবে তুলে ধরার কাজে সহায়ক হবে।  

Kids’ Takeover – আরও পড়ুন- কমছে সবুজ ,বাড়ছে অনলাইনে বিপদ ! মুর্শিদাবাদের শিশুরা ভাবছে কী নিয়ে ?

Kids’ Takeover বিশ্ব শিশু দিবসের  কর্মসূচির মাধ্যমে সৌমিকি  চক্রবর্তী শিশুদের অধিকার ও তাদের সমস্যা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছেন। তিনি জানালেন, “এই উদ্যোগের মাধ্যমে আমি আশা করি, জেলার শিশুদের সমস্যা ও চাহিদাগুলি সঠিকভাবে তুলে ধরতে পারব এবং সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে পারব।” সৌমিকি  আরো বলেন, “আমরা যদি শিশুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারি, তবে তাদের সঠিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।” IMAGIN Ctv -র সম্পাদক হিসেবে সৌমিকি চক্রবর্তী সিদ্ধান্ত নেন যে শিশুদের অধিকার এবং চাহিদা নিয়ে আরও সংবেদনশীলভাবে কাজ করতে হবে। শিশুদের জীবনযাত্রা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় খবরে তুলে ধরা হবে ।  ইমাজিনের কর্ণধার সোমা মাইতি জানান,  এই প্রচেষ্টা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শিশুদের জন্য অনেক বড় উপকারে আসবে বলে মনে করা হচ্ছে, কারণ এই ধরনের উদ্যোগ শিশুমুখী সমস্যাগুলি সমাজের সামনে তুলে ধরতে সাহায্য করবে।

Kids’ Takeover বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানটি অনেকটাই স্বতন্ত্র ছিল, যেখানে কেবল শিক্ষাগত নয়, সাংস্কৃতিক এবং সামাজিক বিষয়গুলিও গুরুত্ব পায়। টেক ওভারের আনুষ্ঠানিক আলোচনার পর হয় একটি লাইভ আলোচনাও। সেখানে অংশ নেন সৌমিকি চক্রবর্তী ও মহারাণী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রী আদৃতা পাল ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now