Khela Hobe: বহরমপুরেও “খেলা হবে”, কী পরিকল্পনা ক্রীড়া দফতরের ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ খেলা হবে দিবস পালিত হল বহরমপুর স্টেডিয়ামে। মঙ্গলবার সেই উপলক্ষে সেখানে ফুটবল খেলা হল। এদিন জেলার ১১ টি টিমের খেলা হয়। ফাইনাল হয় গামিলা নবীন সঙ্ঘ ও বাপুজি ক্লাবের মধ্যে। চাম্পিয়ন হয়েছে বাপুজি ক্লাব। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ছিলেন মুর্শিদাবাদ ডিসট্রিক্ট স্পোর্টস আসোসিয়েশনের চেয়ারম্যান শাওনি সিঙ্ঘ রায়, ভায়িস চেয়ারমান নাড়ূগোপাল মুখপাধ্যায়। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ূগোপাল মুখপাধ্যায় বলেন, এখানে সুইমিং পুল, ফুটবলের ড্রেসিং রুম, সাইকেল ট্র্যাক করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য মতো ক্রীড়ার অগ্রগতির জন্যে যা করা দরকার করা হবে। গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের আরও বেশি প্রমোট করা হবে। এদিন ফুটবল টিমগুলিকে জয়ী ফুটবল ডেওয়া হয়েছে। ভারতীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সহ সভাপতি ও জেলা স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিত ভাদুড়ি বলেন, আমাদের এই স্টেডিয়াম ১৯৬২ সালে উদ্বোধন হয়েছিল। এবার এখানে অনেকগুলি নতুন ব্যবস্থা হতে চলেছে। মিউনিসিপাল ইয়ুথ অফিসার সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, রাজ্য ক্রীড়া দফতর কাজের জন্যে প্লান চেয়েছে। প্রক্রিয়া চলছে।