রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ “ আসামী ধরা হচ্ছে না। আমাদের রাতে মারতে আসছে ওরা। কাজ করছে না প্রশাসন”, রাজ্যপালের মুখোমুখি হয় বললেন খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের স্ত্রী এসমিনা খাতুন। এসমিনা জানান, ভয় দেখাচ্ছে তৃণমূল। হুমকি দেওয়া হচ্ছে ফের হামলার। শুক্রবার সকালে মুর্শিদাবাদ এসেছেন রাজ্যপাল সিভি আন্দন বোস। প্রথমে জান নবগ্রামে নিহত তৃণমূল কর্মী মোজাম্মেল সেখের বাড়ি। এরপর খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সাথে কথা বলেন তিনি।
মনোনয়ন পর্বের প্রথম দিন ৯ ই জুন নিহত হয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন রাজ্যপালকে সামনে পেয়ে বিচার চাইল নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবার। জানালেন নিরাপত্তাহীনতার কথা। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ মৃত কংগ্রেস কর্মীর পরিবারের। সিবিআই তদন্তের আর্জি জানান ফুলচাদ শেখের স্ত্রী এসমিনা খাতুন। ফুলচাঁদ শেখের দাদা বাণি ইসরাইলের দাবি, হুমকি দিচ্ছে তৃণমূল। ভোট দিতে গেলে অশান্তি হবে বলে ভয় দেখাচ্ছে। এদিন পরিবারের সাথে কথা বলেন রাজ্যপাল, দিয়েছেন পাশে থাকার আশ্বাস।