নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া চলার মাঝেই তৃণমূল অঞ্চল সভাপতি পদ থেকে ইস্তফা খড়গ্রামে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার খড়গ্রামের কীর্তিপুর অঞ্চল তৃণমূল সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মজিবুল হক। তাঁর দাবী তিনি দলের ব্লক সভাপতির কাছে তার ইস্তফা পত্র পাঠিয়েছেন।
খড়গ্রামের কীর্তিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি, মজিবুল হকের ইস্তফা পত্র জমা দেবার পর উঠেছে নানান প্রশ্ন। প্রার্থী পছন্দ না হওয়া, নাকি অন্য রাজনৈতিক সমীকরণের ছবি উঠে আসছে? কীসের রোষে ছাড়ছেন দল? এসব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। পঞ্চায়েত ভোটের আগেই এই ইস্তফার ছবি কী বার্তা দেবে শাসকদলে এখন সেটাই দেখার।