Khargram School Protest স্কুলে অনিয়ম , নিম্ন বুনিয়াদী স্কুল ও জুনিয়র হাইস্কুল। জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়মিত আসেন না। ঠিক মতো স্কুলে আসেন না। প্রাথমিক স্কুলে মিডডে মিলের খাবারের মান নিম্ন মানের। খড়গ্রামের মহম্মদপুরে পাশাপাশি রয়েছে নিম্ন বুনিয়াদী স্কুল ও জুনিয়র হাইস্কুল। স্থানীয়দের দাবি জুনিয়র হাইস্কুলে নিয়মিৎ আসেন না প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকেরাও দেরিতে আসেন। অন্যদিকে নিম্ন বুনিয়াদী স্কুলে মিডডেমিলের মান অত্যন্ত খারাপ বলেই দাবি অভিভাবকদের।
এরই প্রতিবাদে সোমবার দুপুরে পাশাপাশি দুটি স্কুলে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ স্কুল কতৃপক্ষ। এদিন বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় দুটি স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। স্কুল থেকে উদ্ধার করা হয় শিক্ষকদের।