Khargram Panchyet: খড়গ্রামে দলত্যাগী পঞ্চায়েত প্রধানের স্বামীর মাথা ফাটানোর অভিযোগ উঠল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে।মুর্শিদাবাদের Murshidabad খড়গ্রাম Khargram ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। অভিযোগ পঞ্চায়েতে সভা চলাকালীন প্রধানের স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান পিঙ্কি খাতুনের স্বামী সইদুল হকের চিকিৎসা চলছে বীরভূমের রামপুরহাট হাসপাতালে। ঘটনার জেরে ওই পঞ্চায়েতের সদস্য কংগ্রেসের জইদুল হক কে গ্রেফতার করেছে খড়গ্রাম থানার পুলিশ।
Khargram Panchyet কী হয়েছিল এদিন ?
Khargram Panchyet: এদিন পঞ্চায়েত অফিসে অর্থের সভা চলছিল। পঞ্চায়েত সূত্রে জানা যায় ওই সভায় ছিলেন প্রধানের স্বামী । সেই সময় কংগ্রেস সদস্যদের সঙ্গে হয় বচসা। হয় হাতাহাতি। সেই সময়েই মাথা ফাটে পঞ্চায়েত প্রধানের স্বামীর । কংগ্রেসের টিকিটে জয়ের পর প্রধান নির্বাচিত হন পিঙ্কি খাতুন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কারণেই এই হামলা বলে অভিযোগ তুলেছেন প্রধান ও তার স্বামী।