Khargram News জলে ভেসে যাচ্ছে রাস্তা, ক্ষোভে ফুঁসছে ঝিল্লি

Published By: Imagine Desk | Published On:

Khargram News  ব্রাহ্মণী ও দ্বারকার জলে ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম। রাস্তাঘাট, চাষের জমি জলের তলায়। যোগাযোগ বিচ্ছিন্ন।  মুর্শিদাবাদের খড়গ্রামের  ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিঠিডাঙ্গা, ঘোষকুল, যাদবপুর, নমো যাদবপুর, পেলাই, পাহাড়পুর, বাজিতপুর, পোড়াডাঙ্গা গ্রামে দুর্ভোগ অব্যাহত। জল ঢুকেছে বসত বাড়িতে। বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুঁত চাষ ও আমন ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।  জলের তলায়  যোগাযোগের প্রধান রাস্তা। বছরের পর বছর ধরে প্লাবনের সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা। বর্ষার সময় প্রত্যেক বছর এই ছবি দেখা যায়। এবারেও অন্যথা হল না।   প্রশাসনের পক্ষ থেকে নদী লাগোয়া বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। অনেকেই ভিটেমাটি ছেড়েছেন। স্থানীয়দের অভিযোগ, এখনও পর্যন্ত এলাকায় পৌঁছায়নি কোন সরকারি ত্রাণ। কেন হয়না একটি ব্রিজ? উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা জানান, বিপদের ঝুঁকি নিয়েই জলমগ্ন রাস্তা দিয়ে জরুরী কাজে পারাপার হতে হচ্ছে। সময়মতো স্কুলে যেতে পারছে  না পড়ুয়ারা। জরুরী অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও মুশকিল।

রাস্তা আর রাস্তা নেই

 

Khargram News  নদী না রাস্তা দেখে বোঝা দায়। চলাচল করছে নৌকা। গ্রামবাসীদের জন্য বরাদ্দ হয়েছে একটি স্পিড বোট। কিন্তু তাতে দুশ্চিন্তা কাটছে না। এদিকে জলমগ্ন এলাকা ঘুরে দেখছেন জনপ্রতিনিধিরা।

নৌকাই ভরসা

 

Khargram News  খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত জানান, জলাধার থেকে জল ছাড়া হয়েছে, তারওপর নিম্নচাপের বৃষ্টি। যে কারণে পুনরায় ব্রাহ্মণী নদীর জলস্ফীতি হয়েছে। ফলে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। সবরকম সহায়তার জন্য চেষ্টা চলছে। সেচ মন্ত্রীর সাথে সাক্ষাতেও সমস্যার কথা বলা হয়েছে।