Khargram News টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট। এক হাঁটু জল পেড়িয়ে কষ্টের যাতায়াত স্থানীয় বাসিন্দাদের। নিকাশি ব্যবস্থা নেই। বৃষ্টির জমা জল উপচে কয়েকশো বাড়িও জলের তলায়। জল যন্ত্রণার এই অভিযোগে পথে নেমে প্রতিবাদ ভুক্তভোগীদের। এই ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত নগর পীততলা এলাকার। মঙ্গলবার সকালে মোরগ্রাম ফারাক্কা বাদশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ঘোষপাড়া, হালদারপাড়া, মীরপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জল নিকাশি ব্যবস্থা না থাকার সমস্যা দীর্ঘদিনের। বর্ষার সময় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়। স্থানীয় এক বাসিন্দা উৎপল ঘোষ জানান, বর্ষার সময় বেহাল অবস্থার সম্মুখীন আম জনতা। বছরের পর বছর ধরে এলাকার জল নিকাশির প্রধান ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে জল নিকাশির কোন রাস্তা নেই। বারবার ভিডিও দিয়ে প্রশাসনের দরবারে জানানো হয়েছে। কয়েকশো বাড়ি জলে ডুবলেও কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভুক্তভোগী হয়ে পথে নেমে প্রতিবাদ চলছে।
Khargram News অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ, প্রশাসনের কর্তারা। অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকে যানবাহন।
Khargram News সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নয়া হয়। এরপরেই জেসিবি দিয়ে মাটি কেটে জল নিকাশির বিকল্প পথ বের করা হয়।
Khargram News খড়গ্রামের বিডিও মিলনী দাস জানান, নিকাশির জন্য আগেও জল জমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সময়ে সাময়িক সমাধান হিসেবে অন্যদিক দিয়ে রাস্তা বের করে দেওয়া হল। যাতে জল টা বেড়িয়ে যেতে পারে। বৃষ্টি হওয়াতে ঝামেলা আবার শুরু হয়েছে। আপাতত নগরের দীঘি দিয়েই জল টা ফেলবে। বড় স্কিমও ধরা হয়েছে। স্কিম দেরী হওয়ার কারণ টেন্ডার ম্যাচুরিটিতে সমস্যা হয়েছিল। ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। কাজটা দ্রুত শুরু হবে। আপাতত সাময়িক সমাধান করা গেছে।