Khargram News নাবালিকার বিয়ে দেওয়া অপরাধ। হবে কঠোর শাস্তি। কড়া সতর্কবার্তার পরেও চূড়ান্ত অসচেতনতার ফল ভোগ করতে হয়। আবারও মুর্শিদাবাদের এই গ্রামে নাবালিকার বিয়ের বন্দোবস্ত করেছিল পরিবার। কিন্তু শেষমেশ বিয়ে ভেস্তে দেওয়া হল। জানা গিয়েছে, অত্যন্ত গোপনীয়তার সাথে নাবালিকার বিয়ের ব্যবস্থা হয়েছিল। আর এই বাল্যবিবাহ রোধেই Preventing Child Marriage কড়া পদক্ষেপ নেয় খড়গ্রাম থানা Khargram Police Station। মঙ্গলবার, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে খড়গ্রাম থানার একটি দল ভর্তা গ্রামে অভিযান চালায় বলেই জানা যায়। এই অভিযানের লক্ষ্যই ছিল একটি নাবালিকা মেয়ের (প্রায় ১৫ বছর বয়সী) বাল্যবিবাহ রোধ করা। অভিযানের পর নাবালিকা এবং তার অভিভাবককে থানায় আনা হয়। মুর্শিদাবাদ জেলা শিশু সুরক্ষা কর্মকর্তার (ডিসিপিও) সহায়তায়, সুরক্ষা ব্যবস্থার জন্য নাবালিকাকে শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সামনে হাজির করা হয়। নাবালিকার পরিবারকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে-সম্পর্কিত কোনও কার্যকলাপ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এই নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
Khargram News ১৮ র আগে নাবালিকার বিয়ে নয়, কড়া হুঁশিয়ারি খড়গ্রামে
Published By: Imagine Desk |
Published On:
