Khargram News মুর্শিদাবাদে জাল আধার চক্রের হদিশ! কোথায় সক্রিয় জাল চক্রের কারবার? জানা গেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত নগরে জাল আধার কার্ড চক্রের পর্দাফাঁস করল খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জাল আধার কার্ড তৈরি চক্রের মুল পান্ডাকে গ্রেফতার করা হয় খড়গ্রাম থানার নগর মোমিন পাড়া থেকে। ধৃত তিনজনের নাম মেহেদি হাসান মোমিন, মোশারফ মোমিন, মহম্মদ সুমন মোমিন। শনিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলে খড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। জাল চক্র কতদূর বিস্তৃত? কীভাবে চলছিল এই কারবার? গোপন ডেরা কোথায়? ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তে খড়গ্রাম থানার তদন্তকারী দল।