khargram News অ্যাম্বুলেন্স নয় প্রাণ বাঁচাতে খাটিয়ায় ভরসা ক্যান্সার আক্রান্ত রোগীর

Published By: Imagine Desk | Published On:

khargram News  রাস্তা নিয়ে দুর্দশার শেষ নেই। কাদা, মাটিতে ভরা রাস্তা যাতায়াতের অযোগ্য। রাস্তার এমনই হাল যে সাইকেলের প্যাডেল গড়াবে না,  অ্যাম্বুলেন্স তো দূরের কথা। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া।  ক্যান্সার আক্রান্ত মূমুর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে  যেতে তাই পরিবারের বাহন খাটিয়া।  লজ্জার এই ছবি মুর্শিদাবাদের নবগ্রামে। নবগ্রামের টিকনাড়া রায়পাড়া গ্রামের মানুষ ক্ষোভে ফুঁসছেন। রাস্তার দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা।

khargram News   নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিকনাড়ার গ্রামের রায়পাড়ায় প্রায় এক কিমি রাস্তার বেহাল অবস্থা। গ্রামে কেউ অসুস্থ হলে হাসপাতাল নিয়ে যেতে ভরসা খাটিয়া।

 

 

 

 

 

 

 

 

khargram News কবে দুর্দশা থেকে রেহাই পাবেন গ্রামের মানুষ? এই প্রশ্নের উত্তর খুঁজছেন প্রত্যেকেই। অন্যদিকে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন নবগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান অদিতি মণ্ডল। তিনি বলেন, প্রথমে জানা ছিল না, সরেজমিনে তদন্ত করে দেখলাম। জানতে পেড়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে।

khargram News প্রতিশ্রুতি পেলেও আদৌ কি সমস্যার সমাধান হবে? কেন বর্ষার আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হল না? প্রশ্ন উঠছে।