Khargram News এক বাইকে গ্রাম থেকে কুলির মোড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৩ জন। কিন্তু পথেই সব শেষ হয়ে গেল। মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের খড়গ্রামে Khargram । বাইক দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের । এর মধ্যে রয়েছে এক নাবালকও। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম ক্যানেল পাড় এলাকায়। হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক হয়ে তিন যুবক একটি বাইকে কুলি মোড়ের দিকে যাচ্ছিলেন।
সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্য বাহী গাড়ি তাদের ধাক্কা মার। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। খড়গ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোয়। তল্লাশি চলছে ঘাতক গাড়ির। মৃত তিন যুবকের বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে।












