Khargram হাতে ঝান্ডার সঙ্গেই বন্দুক, গ্রেফতার সেই তৃণমূল নেতা

Published By: Madhyabanga News | Published On:

Khargram খড়গ্রামে গুলি কান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত অঞ্চল তৃণমূল সভাপতি সহ ৫ জন। ভোটের আগে বুধবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে খড়গ্রামের পারুলিয়া দিয়ারা মল্লিকপুর।   এক হাতে তৃণমূল পতাকা ও আগ্নেয়াস্ত্র সহ দাপিয়ে বেড়াতে দেখা যায়  অঞ্চল তৃণমূল সভাপতি আলতামাস কবীরকে ।  স্কংথানীয় গ্রেস কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল নেতা শূন্যে দুরাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল হয় । পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত তৃণমূল নেতা আলতামাস কবীরকে গ্রেপ্তার করে। তার সাথে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়।

কান্দি মহকুমার সরকারি আইনজীবী শুভ্র মিশ্র এই বিষয়ে জানান, “গতকাল দুই পক্ষের মধ্যে একটি বিবাদ হয়। এবং সেই কারণে দুই পক্ষ থেকেই গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে দুটি কেস হয়। যাদের মধ্যে মানাউরুল সেখ এবং আলতামাস কবীরকে কোর্টে পাঠান হয়। এবং ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয়। কোর্ট ৮ দিনের পুলিশি হেফাজতের আদেশ দেয়”। এছারাও কান্দি মহুকুমা কোর্ট বাকিদের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।