Khargram অল্প বৃষ্টিতেই চলাফেরা মুশকিল। নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমছে রাস্তায়। নোংরা জল পেড়িয়েই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা ও নিকাশি ব্যবস্থার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা গিয়েছে, মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত কীর্তিপুর অঞ্চলে কীর্তিপুর ও বুদুরাপাড়া গ্রামে দুর্ভোগ বাসিন্দাদের। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তায় জল জমেছে। দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানালেও সুরাহা মিলছে না বলেই দাবি স্থানীয়দের।
Khargram স্থানীয়দের কী অভিযোগ?
Khargram স্থানীয় বাসিন্দা আলী হায়দার বলেন, রাস্তার কোন সংস্কার হচ্ছে না। ড্রেনের নোংরা জল রাস্তায় জমছে। সেই নোংরা জল পেড়িয়েই চলাচল করতে হচ্ছে। এতে শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। মেম্বার, প্রধান, এমএলএ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি। এলাকারই আরেক বাসিন্দা আইসিডিএস কর্মী সেলিনা বেগম বলেন, আইসিডিএস কেন্দ্রে যেতে সমস্যায় পড়ছেন প্রসূতি থেকে শিশুরা। বারবার রাস্তা সংস্কারের কথা প্রশাসনের দপ্তরে জানানো হলেও ছবিটার বদল হয়নি। প্রতিবাদে মঙ্গলবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।
Khargram কী জানালেন বিডিও?
Khargram যদিও রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন বিডিও। খড়গ্রামের বিডিও মিলনি দাস জানান, বিষয়টি খোঁজ নিয়ে পঞ্চায়েত থেকে না হলে পঞ্চায়েত সমিতি থেকে আপাতত রাস্তা সংস্কার করা হবে। পরবর্তীতে জেলা পরিষদের কাছে রাস্তা তৈরির আবেদন করবেন।