এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Khargram incident দীপাবলির লাইট লাগাতে গিয়ে একি হল কিশোরের!

Published on: October 30, 2024

Khargram incident দীপাবলির আলো ডেকে আনল বিপদ। অকালেই চলে গেল ফুটফুটে প্রাণ! কালী পুজোর আগে কিশোরের এমন পরিণতি কল্পনাও করতে পারছে না কেউ। আলোর উৎসবের আগে অন্ধকারে ঢেকে গেল একাকা। কালী পুজো উপলক্ষে বাড়িতে লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে খড়গ্রামের তেলসুন্দি গ্রামে। জানা গিয়েছে, বাড়িতে টুনি লাইট লাগাচ্ছিল ঐ কিশোর। কিন্তু অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় বছর ১২র ছেলেটি। পরিবারের লোকজন দুর্ঘটনার আঁচ পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ! কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কিশোরকে। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবার, পরিজন এই আকস্মিক দুর্ঘটনায় মর্মাহত, শোকে পাথর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now