Khargram incident দীর্ঘদিনের টিউবওয়েল গায়েব! দুপক্ষের হাতাহাতি, গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা খড়গ্রামে

Published By: Imagine Desk | Published On:

Khargram incident পানীয় জলের কল নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব! সরকারি খরচে বসানো দীর্ঘদিনের পুরনো টিউবওয়েল তুলে নেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল খড়গ্রামের ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতৃত্বের ইন্ধনেই এই টিউবওয়েল তুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলেরই কর্মী। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরম আকার নেয়। পঞ্চায়েত সদস্যদের অনুগামীদের সাথে হাতাহাতি বাধে স্থানীয় তৃণমূল সমর্থকদের একাংশের। অভিযোগ, জয়পুর ও শেরপুর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে টিউবওয়েল ছিল। কাউকে না জানিয়ে, কোন রেসোলিউশান ছাড়াই পঞ্চায়েত সদস্য , স্থানীয় তৃণমূল নেতৃত্বের নির্দেশে তা তুলে নিয়েছেন। গোষ্ঠী দ্বন্দ্বের প্রসঙ্গ নিয়ে স্থানীয় এক বাসিন্দা, তৃণমূল সমর্থক মিঠুন জানান, ‘ আমরাও তৃণমূল করি। কিন্তু ওঁরা নামেই তৃণমূল । ভোগ করছে। কাউকে না জানিয়েই রাতের অন্ধকারে কল তুলে নেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভ বাড়ে। আমরা প্রতিবাদ করায় মারধর করে। পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে এলাকায়।’

Khargram incident বুধবার দুপুরে হাতাহাতিতে জড়িয়ে পরেন দুপক্ষই। পরে পরিস্থিতি আয়ত্তে আসে । যদিও অপর পক্ষের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অঞ্চল তৃণমূল সভাপতি আলতামাস কবির বলেন, ‘ মিথ্যা ঘটনা। পঞ্চায়েতের পক্ষ থেকে অকেজো পুরনো টিউবওয়েল তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেখানে সাবমার্সিবাল বসানো হয়েছে। ‘