khargram flood দ্বারকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত খড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। গ্রামের পর গ্রাম ডুবেছে বন্যার জলে। জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দ্বারকা নদীর বাঁধ ভেঙে সোমবার রাত থেকে গ্রামে ঢুকতে থাকে জল। এতেই প্লাবিত হয়েছে খড়গ্রামের দাদপুর, কাঁদিপুর, সর্বমঙ্গলাপুর, পদমকান্দি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। পদমকান্দির বাসিন্দারা নিজেরাই গ্রামের মধ্যে বাঁধ দিয়ে জল আটকাতে শুরু করেন। প্রতি বছর বর্ষায় প্লাবন দেখা দেয় এই গ্রামগুলিতে। নিম্নচাপের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদী। নদীর জলস্তর বেড়ে গ্রামের পর গ্রাম জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মাটির বাড়ি, চাষের জমিও জলের তলায়। বন্যার জলে ক্ষতির মুখে এলাকার কৃষকরাও।
khargram flood দ্বারকার জলে প্লাবিত খড়গ্রামের বিস্তীর্ণ এলাকা
By Imagine Desk
Published on: September 17, 2024














