Khargram Case Verdict ফারাক্কার পর খড়গ্রাম, ধর্ষণ মামলায় চরম সাজা দোষীর

Published By: Imagine Desk | Published On:

Khargram Case Verdict ফারাক্কার পর এবার খড়গ্রাম। ধর্ষণ মামলায় দেরীতে হলেও চরম শাস্তি দোষীর। ক্যানেল পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় মহিলার সাথে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ হয় ধর্ষণের। ২০১৫ সালের ঘটনার পর ২০২৪ এর ডিসেম্বরে হল সাজা। মুর্শিদাবাদের খড়গ্রামের এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি আইনের ৩৭৬ ধারায় IPC 376 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় এবং বুধবার হল সাজা ঘোষণা।

  Khargram Case Verdict  কী সাজা হল আসামীর?

Khargram Case Verdict  অভিযুক্তকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়। কান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের Additional District & Sessions Judges Court, Kandi  বিচারক তারকনাথ ভকতের এজলাসে হয় সাজা ঘোষণা। জানা গিয়েছে, ২০১৫ সালের ১১ ই মে ধর্ষণের অভিযোগ ওঠে খড়গ্রামে। এই মামলা পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আইনজীবী সুকান্ত মুখার্জী বলেন, ” এই ঘটনায় মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় খড়গ্রামের কাজীপাড়া এলাকার বাসিন্দা গামা সেখকে। ৯ জনের সাক্ষ্যগ্রহনে মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন হল সাজা। ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেলের নির্দেশ দেওয়া হয়।”