Khargram BLO Succumbed ফের বিএলও-র মৃত্যু।
এসআইআর এর ফর্ম আপলোড করার সময় মুর্শিদাবাদে (Murshidabad) এক বিএলও-র মৃত্যু হয়েছে বলে দাবি। বৃহস্পতিবার রাতে খড়গ্রামের (Khargram) ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দিঘা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ১৪ নম্বর বুথের বিএলও ছিলেন জাকির হোসেন। রাতে বাড়িতে ফর্ম আপলোড করার সময় অসুস্থ হয়ে পড়েন ওই বিএলও। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ Beldanga Teacher Accident শেষ! বেলডাঙায় হাইস্কুল শিক্ষকের এ কী হল?
Khargram BLO Succumbed গ্রামবাসীরা জানিয়েছেন, রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট হয়। আধ ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়। স্থানীয় প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক ছিলেন তিনি। এসআইআরের চাপের কারণে মানসিক অবসাদে ছিলেন। রাত জেগে কাজ করতেন। সাড়ে ৫০০ ভোটারের কাজ আপলোড করে ফেলেছেন। বাকি ৩০০ ভোটারের কাজ বাকি ছিল।
বিজেপি ও কমিশনের দিকে অভিযোগ বিধায়কের
Khargram BLO Succumbed এই মৃত্যুতে খড়গ্রামের তৃণমূল বিধায়ক ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। শুক্রবার তিনি মৃতের বাড়িতে যান। তিনি অভিযোগ তোলেন, বিজেপি সরকার কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর লাগু করছে তার জন্যে এইরকম ভদ্র শিক্ষিত ব্যক্তিরা অকালে ঝরে যাচ্ছেন। জাকির হোসেন আমার সহকর্মী ছিলেন। তাঁর পরিবারের কাছে এসেছি। যেখানে এসআইআর করবার প্রয়োজন সেখানে করছে না। বাংলাকে দখল করবার জন্যে চক্রান্ত করছে মোদি সরকার। এই বাংলায় প্রায় ৪১ জন এরকম তরতাজা নিরীহ ভালো মানুষ প্রাণ হারালেন। কেও শিক্ষক, কেও অন্য বিভাগে চাকরি করেন। সেই পরিবারগুলি বিপদগ্রস্ত। এখানে সাড়ে ৮০০ ভোটার রয়েছেন। তাঁর মধ্যে উনি ৬৩৯ এর কাজ সম্পূর্ণ করে ফেলেছিলেন। তাতেও প্রতিনিয়ত নির্বাচন কমিশনের কাছ থেকে চাপ আসছিল। সার্ভার ডাউন ছিল। সব সময় করতে পারছিলেন না।

উল্লেখ্য, এই বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য অবশ্য জানা যায়নি।

বিজেপি ও কমিশনের দিকে অভিযোগ বিধায়কের










