এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Khargram Arrest: খড়গ্রামে জমি বিবাদ ঘিরে হত্যায় গ্রেপ্তার ২

Published on: July 14, 2024
Khargram Arrest

Khargram Arrest খড়গ্রাম থানার সাদল গ্রামে জমি বিবাদে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। এক হাত জমি নিয়ে শনিবার সকালে সাদল এলাকায় সংঘর্ষ ঘটে দুই পরিবারের। লাঠি, রড, হাঁসুয়া দিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন একই পরিবারের ছয় জন। তাদের গুরুত্বর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) ভর্তি করানো হয়।

সেখানেই মৃত্যু হয় ইমাজউদ্দিন সেখের। পুলিশ এই ঘটনায় রাতেই সাদেমানি শেখ ও গোলামবারি শেখকে গ্রেপ্তার করে। রবিবার তাকে ১৪দিনের হেফাজত চেয়ে কান্দি কোর্টে পাঠালে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now