Khargram Arrest আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার খড়গ্রামে। এই ঘটনায় গোলাম আম্বিয়া নামে একজনকে গ্রেফতার করেছে খড়গ্রাম থানার পুলিশ। ধৃত ব্যক্তি নবগ্রাম থানা এলাকারই বাসিন্দা। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি লোহার তৈরি ওয়ান শাটার ফায়ার আর্মস, যার দৈর্ঘ্য প্রায় ১১ ইঞ্চি এবং একটি .৩০৩ গুলি।

গোলাম আমম্বিয়া ওই এলাকায় কী উদ্দেশ্যে এসেছিল এবং অস্ত্র ও গুলি কোথা থেকে সংগ্রহ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার কান্দি কোর্টে তলা হয়।











