এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad khadi Mela 2025 ‘খাদি বোর্ড ঘুরে দাঁড়িয়েছে’, বহরমপুরে খাদি মেলার উদ্বোধনে বললেন মন্ত্রী

Published on: November 26, 2025
Murshidabad Khadimela

Murshidabad khadi Mela 2025 সূচনায় মহাত্মা গান্ধীর ছবিতে মালা পড়ানোর সময় সঞ্চালক মোহর ব্যানার্জি বললেন, খাদি আন্দোলন আত্মার প্রতীক। উদ্বোধনী সঙ্গীত আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজে, সত্য সুন্দর দিয়ে অনুষ্ঠানের  শুরু। মঞ্চে তখন চাঁদের আলোয় উদ্ভাসিত জেলা প্রশাসন। ঐতিহ্যের সঙ্গে বর্তমানের মিলন। শ্রদ্ধাজ্ঞাপন। গ্রাম বাংলার শিল্পীদের উৎসাহ দেওয়া। অনেকের কর্মসংস্থান। ঐতিহ্যের খাদিকে ছড়িয়ে দিতে মেলার আয়োজন। আর তাকে ঘিরে শীতের সন্ধ্যায় বহরমপুরবাসীর ফুরফুরে মেলা ভ্রমণের সুযোগ। শুধু মুর্শিদাবাদ নয়, বাংলার ঐতিহ্যশালী জিনিস দেখার ও কেনার সুযোগ। বুধবার ব্যারাক স্কোয়ারে শুরু হল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা খাদি মেলা ২০২৫-২৬। এদিন সন্ধ্যায় এই মেলার উদ্বোধনে চাঁদের হাট। চলবে ১৫ দিন ধরে।
Murshidabad Khadi Mela

আরও পড়ুনঃ Burwan TMC Meeting শুভেন্দুর পাল্টা বড়ঞায় হুঁশিয়ারি তৃণমূলের

Murshidabad khadi Mela 2025  রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি উদ্যোগ, বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এর উদ্বোধন করেন। বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলাশাসক নীতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার কুমার সানি রাজ, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ছিলেন। এছাড়া পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ, বোর্ডের নির্বাহী আধিকারিক মৃদুল হালদার, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক দেবর্ষি রায় ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, একাধিক বিধায়ক।
আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলায় ১৬৯টি স্টল। ১৩ টি জেলা থেকে স্টল বসেছে। এছাড়া কাশ্মীর, ঝাড়খণ্ড থেকেও এসেছেন। শুরুতে ঢাকের বোলে ঢাকিরা অনুষ্ঠানের ছন্দ বেঁধে দেন। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে সূচনা হয়। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে বিদেশী পোশাক বর্জনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী।

Murshidabad khadi Mela 2025  চন্দ্রনাথ সিনহা বলেন, খাদি বোর্ড ক্ষতিতে চলছিল। কল্লোল খাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাঁচানো যায়। খাদি বোর্ড ঘুরে দাঁড়িয়েছে। এই খাদি মেলায় গত বছর ২ কোটি ৮০ লাখ টাকার বিক্রি হয়েছিল। এবার ভালো আবহাওয়ার কথা ভেবে তা ৩-৪ কোটি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এই নিয়ে প্রচারের বার্তা দেন।

Murshidabad khadi Mela 2025  পূর্ব মেদিনীপুরের এগরার মসনদের মাদুর থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার খাদির পোশাক, দাসপুরের মোসের সিংয়ের জিনিস, হস্ত শিল্প, বেতের কুলো, মুর্শিদাবাদের কলাক্ষেত্র শাড়ি। কী নেই? বারাক স্কোয়ারে গেলে হস্তশিল্পে একটুকরো পশ্চিমবঙ্গ চোখে পড়বে। আবু তাহের খান তাঁর বক্তব্যে মুর্শিদাবাদের মসলিন সিল্কের ঐতিহ্যের কথা তুলে ধরেন।
সাজানো স্টলগুলোও মনোরম। কোথাও মুক্ত হাট, কোথাও বাংলার গ্রামীণ হাট। শিশুদের খেলার জায়গা। কোথাও বেলুনের পসরা নিয়ে দাঁড়িয়ে খাদির কর্মী। কোথাও ভাজা হচ্ছে গরম জিলিপি। দকলের গাড়ি ভিজিয়ে দিচ্ছে ঘাস, যাতে ধুলোও না লাগে।

Murshidabad khadi Mela 2025  জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মেলা হচ্ছে। এবার দশম বার। ১৭৯ টি ইউনিট রয়েছে। ১৬৯ টি স্টল আছে মেলায়। গ্রামীণ শিল্পের সম্ভার, গ্রাম বাংলার শিল্পীদের উন্নতির সাথেই এই মেলা ঘিরে মুর্শিদাবাদ জেলারও আর্থিক উন্নয়ন আশার আলো দেখায়- এবারেও ব্যতিক্রম হবে না- আদশাবাদী জেলা শাসক। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলায় যে আর্থিক উপার্জন হয়। গত বছর সেটা সমগ্র পশ্চিমবঙ্গে আলাদা একটা জায়গা নিয়েছে। খাদি মেলার লাভ শিল্পীরা পান।

Murshidabad khadi Mela 2025  কল্লোল খাঁ বলেন, গ্রামীণ এলাকার শিল্প সমৃদ্ধের জন্যে এই মেলা। আগে ৫ টি জেলায় হতো। এখন প্রতিটি জেলায় হয়। আখরুজ্জামান মহাত্মার গান্ধী বিদেশী দ্রব্যকে বিসর্জন দিয়ে সুতো কেটে খাদির প্রচলন করবার কথা উল্লেখ করে মুর্শিদাবাদের ব্রিটিশ বিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেন। রুবিয়া সুলতানা বলেন, মুর্শিদাবাদে যেসব খাদি শিল্পীরা আছেন, যারা হস্তশিল্পের সঙ্গে জড়িত। তাঁদের উৎসাহ দেওয়ার জন্যে এই অনুষ্ঠান।
Murshidabad Khadi Mela

Murshidabad khadi Mela 2025  তবে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টেয়। নেতা-মন্ত্রীদের আসতে দেরি হওয়ায় খানিকটা তাল কাটে। দেরিতে শুরু হয়। অনুষ্ঠান চলাকালীন অনেকে আসেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now