এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Khadaan movie 2024 বহরমপুরে ‘খাদান’ KHADAAN মুক্তি, প্রেক্ষাগৃহের সামনে দেব DEV আরাধনায় ভক্তরা

Published on: December 20, 2024

Khadaan movie 2024 বছর শেষের আগে ক্রিসমাস উইকে সিনে প্রেমীদের উন্মাদনার শেষ নেই। শুক্রবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘খাদান’ KHADAAN । দেবের DEV ‘খাদান’ জ্বরেই কাবু হল শহর বহরমপুর। পাঁচ মিনিটে হাউসফুল! এমনটাই জানালেন দেবের ভক্তরা। শুক্রবার সিনেমা মুক্তির আগেই শহরের এক মাল্টিপ্লেক্সের বাইরে উল্লাস All India Dev Fans দের।

এই সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ভিড় জমে। প্রথম শো First Show- সন্ধ্যে ৫ টা ৫৫ য়। তার আগেই শুরু হয় উল্লাস। বছর শেষের আগে ‘খাদান’ নিয়ে উচ্ছ্বসিত দেবের ফ্যানেরা Dev Fans। দেবের বিশাল বড় কাট আউট রাখা হয় মলের বাইরে। দেবের সেই ছবিতে পরানো হয় গাদা ফুলের মালা। দেবের ছবিতে দুধ ঢেলে আরাধনা হয়, দেওয়া হল পুষ্পাঞ্জলি! ফাটানো হল নারকেল। সেলিব্রেশন এখানেই শেষ নয়। কাটা হল বিশাল কেক।

কেক কেটে উদযাপন

খাদানের টি শার্ট পরে এক ঝাঁক ফ্যান হাজির বহরমপুরে। সাথে বাজতে থাকে ‘ রাজার রাজা’ গান।

Khadaan movie 2024 বহরমপুরে ‘খাদান’ মুক্তি নিয়ে কী জানালেন দেবের ভক্তরা?

শুক্রবার সন্ধ্যায় ফার্স্ট শো শুরুর আগে All India Dev Fans এর অ্যাডমিন হাবিব বলেন, ” মুর্শিদাবাদে রেকর্ড ব্রেক করেছে খাদান। পাঁচ মিনিটেই হয়েছে হাউসফুল। দেব আবারও বানিজ্যিক সিনেমা উপহার দিয়েছেন। ব্লকবাস্টার ‘খাদান'”। দেবের সিনেমা নিয়ে কী জানালেন ভক্তরা? সিনেমা হিট নিয়ে কতটা আশাবাদী তারা? দেবের আরেক ফ্যান আনারুল সেখ বলেন, – ‘অত্যন্ত আশাবাদী। ট্রেলারেই হিট। সিনেমাও সারা ফেলেছে দর্শকদের মনে”।

Khadaan movie 2024 পাওয়ার প্যাকড অ্যাকশান মুভি নিয়ে আবার পুরনো ফর্মে দেব! উল্লাস, উন্মাদনা সর্বত্র।

Khadaan movie 2024  ‘খাদান’ ছবি প্রসঙ্গে-

Khadaan movie 2024  ‘খাদান’ ছবির মুখ্য ভূমিকায় দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলেছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now