kerala mishap খুশির ঈদের পরেই শোকের ছায়া নেমে এল পরিযায়ী শ্রমিকের পরিবারে। কথা ছিল মাস খানেক পর বাড়ি আসার। যদিও তার আগেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। মঙ্গলবার সন্ধ্যায় কেরালার আলোয়ার গ্যারেজ এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরপাড়ার বারোমাসিয়ার বাসিন্দা হিটলার শেখের। মাত্র সাত মাসে আগে মিস্ত্রির কাজে গিয়েছিলেন ভিন রাজ্যে। তাঁর মৃত্যু সংবাদ আসতেই গ্রাম জুড়ে শোকের আবহ। মৃতের স্ত্রীর দাবি, ঈদের দিন ভিডিও কলে কথা হয়। পরের দিন কাজে গিয়েছিল। রাতে আসে মৃত্যু সংবাদ।
kerala mishap হিটলার সেখের স্ত্রী ফরিদা খাতুন বিবি জানান, সতেরো বছর হয়েছে বিয়ে। দুই ছেলে আছে। সন্তানদের মুখের দিকে তাকিয়েই ভিন রাজ্যে গিয়েছিলেন স্বামী। সেখানে ঢালাইয়ের কাজ করছিলেন গত সাত মাস ধরে। স্বামীর উপার্জিত অর্থ দিয়েই সংসার চলট। এভাবে ঘটে যাবে বিপদ! তা দুঃস্বপ্নেও কেউ ভাবেনি।
kerala mishap দুই ছেলে নিয়ে অসহায় স্ত্রী অপেক্ষার প্রহর গুনছেন স্বামীর নিথর দেহ ফেরার। ভিন রাজ্যে কাজে গিয়ে এই পরিণতি মেনে নিতে পারছে না হিটলার সেখের আত্মীয় সজনেরাও। রেল লাইনের পাশে ঘর ভাড়া নিয়ে থাকাকালীন কীভাবে ঘটল বিপদ? তদন্তের দাবিও উঠছে।