Kartik Puja 2021: চেনা মেজাজেই কার্তিক লড়াই বেলডাঙায়; জনজোয়ারে ভাসল শহর , Beldanga Kartik Larai

Published By: Madhyabanga News | Published On:

ঐতিহ্যবাহী কার্তিক লড়াই চেনা মেজাজে ফিরল  বেলডাঙায়। বৃহস্পতিবার কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠল মুর্শিদাবাদের  বেলডাঙা । করোনার প্রকোপে কার্তিক লড়াইয়ের  অনুমতি মেলে নি আগের বছর। মুখ ভার ছিল শহরের।  তবে এবছর জন জোয়ারে ভাসল রাস্তাঘাট।

বিশালাকার মূর্তি ঘাড়ে চাপিয়ে ছাপাখানা থেকে নেতাজি পার্ক এবং নেতাজি পার্ক থেকে ছাপাখানা পর্যন্ত নিয়ে গেলেন অসংখ্য মানুষ। এই প্রথাই হয়ে আসছে কার্তিক লড়াই নামে। কথিত আছে, একসময় প্রচুর বাথান ছিল সেই বাথানে মড়ক লাগে- বুড়োশিব এখানে এই উপদেশ দেন যে ঘাড়ে করে যদি শিবকে নিয়ে যাওয়া যায় তাহলে এই বিপদ থেকে রক্ষা পাবে।

সেই থেকেই শুরু হয় এই প্রথা।  আজ এই কার্তিক লড়াই বিরাট উৎসবের রূপ নিয়েছে। রাস্তার দু ধারে শোভাযাত্রা দেখতে ঢল নামে দর্শনার্থীদের।