Kartik Maharaj প্রত্যাহার করা হোক কার্তিক মহারাজের পদ্মশ্রী Padma Shri পুরষ্কার, দাবি ভরতপুরের তৃণমূল কংগ্রেস TMC বিধায়ক হুমায়ুন কবিরের। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা। নবগ্রাম থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। শনিবার বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখিও হন ওই মহিলা। সেই ঘটনা নিয়ে এবার বিস্ফোরক দাবি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের।
শনিবার হুমায়ুন কবির বলেছেন , ভারতের সরকারের উচিৎ অবিলম্বে পদ্ম পুরষ্কার প্রত্যাহার করা। ভারত সরকার ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড , চলাফেরা যাচাই না করে তাঁকে পদ্মশ্রীতে ভূষিত করেছে বলেও দাবী জানান হুমায়ুন । এই ধরণের ব্যক্তিকে পদ্মশ্রী দেওয়া , পদ্মশ্রী পুরষ্কারের অপমান।
বিজেপি এই ঘটনায় তৃণমূলের চক্রান্তের অভিযোগ এনেছেন। পালটা হুমায়ুনের দাবি, শাসক দলের এখানে কোন ভূমিকা নেই। ২০১৩ সালের এই ঘটনা। ওই মহিলার সঙ্গে পরিচয় না থাকলে উনি (কার্তিক মহারাজ) প্রকাশ্যেই সেটা বলতে পারতেন। উনি আদালতে যেতে পারতেন। হুমায়ুন কবির বলেছেন, এই ধরণের ঘটনা উনি এতোদিন ধরে চেপে রেখেছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। হুমায়ুন কবির আরও বলেছেন, “ ওই মহিলা নিজে লিখিত অভিযোগ করেছেন। কে তাঁকে উৎসাহিত করেছেন, কে গাড়িতে নিয়ে গিয়েছেন সেটা বড় বিষয় নি। ভারত সরকার কার্তিক মহারাজকে যে পদ্মশ্রী দিয়েছেন সেটা অবিলম্বে প্রত্যাহার করা উচিৎ”।