Kartick Maharaj কার্তিক মহারাজের নামে একি অভিযোগ থানায় !

Published By: Imagine Desk | Published On:

Kartick Maharaj বেলডাংগার কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ দায়ের নবগ্রাম থানায় NABAGRAM PS । বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের দাবি, তিনি সন্ন্যাসী। এই অভিযোগকে গুরুত্ব দিতে অস্বীকার করেছেন তিনি।

Kartick Maharaj  ২০১৩ সালে কার্তিক মহারাজ ওই মহিলার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। লোকসভা নির্বাচনের আগে কার্তিক মহারজাকে ঘিরে বাঁধে রাজনৈতিক বিতর্ক। এই বছর পদ্মশ্রী পুরষ্কারও Padma Shri  পান তিনি।