Karam Puja 2025 বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের তালিকায় এমন কিছু পার্বণ বা পূজা আছে যা আমাদের অনেকেরই অজানা। সেরকমই গ্রাম বাংলার এক অজানা অথচ সু প্রচলিত পার্বণ হল করম পরব বা করম পুজো। ২০২৩ সাল থেকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই উৎসব উপলক্ষে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হয়েছে।
Karam Puja 2025 কী এই উৎসব? কারাই বা এই উৎসব পালন করেন?
Karam Puja 2025 Karam Puja করম প্রধানত সৃষ্টির উৎসব, সৃজনের উৎসব। কর্ম থেকে করমের উৎপত্তি। ঝাড়খণ্ডের কিছু জায়গায় এই উৎসব কর্মা নামেও পরিচিত। এই পরবের মূল আচার যে জাওয়া পাতা, তার মধ্যেও লুকিয়ে আছে এই সৃজনশীলতার ইঙ্গিত।
Karam Puja 2025 করম পুজো কোথায় পালন করা হয়?
Karam Puja 2025 ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও নেপালে পালিত একটি ফসল কাটার উৎসব। পশ্চিমবঙ্গের মানভূম এলাকার (পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর) বাসিন্দাদের প্রাণের উৎসব হল এই করম পুজো।
Karam Puja 2025 করম পুজো কখন পালন হয়? কীভাবে?
Karam Puja 2025 প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম উৎসব পালিত হয়। এবছর ৩ রা সেপ্টেম্বর প্রথা মেনে পালিত হল উৎসব। করম দেবতার উপাসনার সাত দিন আগে মহিলারা ভোরবেলায় শালের দাঁতন কাঠি ভেঙে নদী বা পুকুরে স্নান করে এবং বাঁশ ও ডাল দিয়ে বোনা ছোট টুপা ও ডালায় বালি দিয়ে ভর্তি করে। তারপর সে ডালাগুলিকে গ্রামের প্রান্তে একটা জায়গায় রাখে এবং জাওয়া গান গাইতে গাইতে তিন পাক ঘোরে। এরপর তাতে তেল ও হলুদ দিয়ে মটর, মুগ, বুট, জুনার ও কুত্থির বীজ মাখানো হয়।