Kanyashree Day 2025 আজ কন্যাশ্রী দিবস। ২০১৩ সালের ১৪ ই আগস্ট উদ্বোধন হয়েছিল এই প্রকল্পের। আজ ১২ বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে কন্যাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্পগুলোর সাফল্যের খতিয়ান তুলে ধরা হল। কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়াম থেকে প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জানালেন ৬২ টি দেশের ৫৫২ টি প্রকল্পের মধ্যে প্রথম স্থানে কন্যাশ্রী। এর উপকার পেয়েছে ৯৩ লক্ষ পড়ুয়া। অন্যান্য জেলার মতোই ভার্চুয়ালি অংশ নিল মুর্শিদাবাদ।

Kanyashree Day 2025 ছাত্রীদের মধ্যে উচ্চশিক্ষা বাড়ানো, বাল্য বিবাহ কমানো- কন্যাশ্রীর’ দ্বাদশ বর্ষ উদযাপনে এই অঙ্গীকার নিল মুর্শিদাবাদ। জেলা প্রশাসনের তরফে জঙ্গিপুরে রবীন্দ্রভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল কন্যাশ্রী দিবস। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, জঙ্গিপুর এসডিও একম কে সিং, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। ছিলেন জনপ্রতিনিধিরাও। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখ্রুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক বিধায়করাও হাজির ছিলেন। জেলার কন্যাশ্রীদের উচ্চশিক্ষা থেকে উজ্জ্বল ভবিষ্যত গড়ার অনুপ্রেরণা যোগান প্রত্যেকেই।

Kanyashree Day 2025 নাচ থেকে নাটক, মঞ্চে কন্যাশ্রীদের মুখে মেয়েদের জয়গান। মঞ্চে উঠে আসে ঝাঁসির রানী লক্ষ্মীবাই থেকে বেগম রোকেয়ার বীরত্বের কাহিনী। ক্রীড়া থেকে মেধা, বিভিন্ন বিভাগে জেলার ৫ কন্যাশ্রীকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত করা হয় রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের উদিতা নাথ, সুতি ১ নম্বর ব্লকের দীপিকা মাঝি, সাগরদিঘি ব্লকের রুকসার ইসলাম, লালগোলা ব্লকের কঙ্কনা সরকার ও হরিহরপাড়া ব্লকের সুখিনা খাতুনকে। কন্যাশ্রী ১ স্কলারশিপের জন্য পুরস্কৃত করা হয় ফারাক্কার অর্জুনপুর হাইস্কুল , সুতির গোঠা এ রহমান হাইস্কুল ও সামশেরগঞ্জের হাউসনগর হাই মাদ্রাসাকে। কন্যাশ্রী ২ স্কলারশিপের জন্য বেস্ট কলেজের শিরোপা অর্জন করে বহরমপুর কলেজ। দ্বিতীয় স্থানে বেলডাঙা কলেজ, তৃতীয় স্থানে জঙ্গিপুর কলেজ। কন্যাশ্রী প্রকল্পে বেস্ট ব্লকের পুরস্কার দেওয়া হয় ভগবানগোলা ২ নম্বর ব্লককে।
