মামিনুল ইসলামঃ নিজের বিয়ে ও অন্যান্য নাবালিকাদের বিয়ে রদ করে সাহসিকতার জন্য কন্যাশ্রী দিবসে পুরষ্কার পেল মুর্শিদাবাদের তিন কিশোরী । কলকাতার নজরুল মঞ্চে কন্যাশ্রী দিবসে বিশিষ্টজনদের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া, নওদা ও বেলডাঙা ২ ব্লকের তিন কিশোরীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এবার বীরাঙ্গনা পুরষ্কার পেয়েছেন হরিহরপাড়ার পদ্মনাভপুর গ্রামের বাসিন্দা পারুলা খাতুন । দশম শ্রেণিতে পড়ার সময় বাড়ি থেকে তাঁর বিয়ে ঠিক করা হয়। কিন্তু সে এই বিয়ে মেনে নিতে পারেনি । সে পড়তেই চেয়েছিল । নিজের উদ্যোগে এবং ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিয়ে বন্ধ করে পারুলা । এরপর একাধিক নাবালিকার বিয়ে রদ করেছে সে। নওদার প্রত্যন্ত গ্রাম শব্দনগর উল্লাশপুরের সহেলী মন্ডলও এবছর সাহসিকতার জন্য পুরষ্কার পেয়েছে। সেই নিজের বিয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাবালিকার বিয়ে বন্ধ করেছে । পারুলা, সহেলীর মতো এবার নিজের বিয়ে বন্ধ করে পুরষ্কার পেয়েছে বেলডাঙা ২ নম্বর ব্লকের তকিপুর উত্তর পাড়ার হাসিনা খাতুনও। মঙ্গলবার হরিহরপাড়া ব্লক অফিসের পক্ষ থেকে পারুলা খাতুনকে সংবর্ধনা জানান হয়। বীরঙ্গনা পুরস্কার পেয়ে খুশি কন্যাশ্রীযোদ্ধা পারুলা খাতুন। পারুনা শুধু কন্যাশ্রী যোদ্ধায় নয়, ক্যারেটার সাথে যুক্ত সে। এখন বেশ কয়েকজনকে ক্যারাটের পাঠ দিচ্ছে সে।
Kanyashree: বিয়ে রুখে কন্যাশ্রী দিবসে পুরস্কৃত মুর্শিদাবাদের তিন কন্যা
Published on: August 16, 2022















