Kantara Chapter 1 – full story কান্তারা ১ সিনেমার গল্প বাংলায় ।
কান্তারা চ্যাপ্টার ১ সিনেমায় কী হল ? সিনেমা দেখে লিখলেন প্রিয়াংকা দেব বিশ্বাস।
‘কান্তারা চ্যাপ্টার ১’-এর শেষ দৃশ্য নিয়ে উত্তেজনা: আরও এক প্রিকুয়েল আসছে – ‘কান্তারা চ্যাপ্টার ২’!রিশভ শেট্টির নতুন ছবি ঘিরে তুমুল আলোচনা, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চরমে। দুর্গাপুজোর পরই গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর ঝড়। রিশভ শেট্টি পরিচালিত এই ছবি মুক্তির পর থেকেই একের পর এক প্রেক্ষাগৃহে হাউসফুল শো। কর্ণাটকের সীমানা ছাড়িয়ে বাংলা, হিন্দি ও তেলুগুভাষী দর্শকরাও মুগ্ধ ছবির ভিজুয়াল স্পেক্টাকলে। আর এখন আলোচনার কেন্দ্রে ছবির চমকপ্রদ সমাপ্তি, যা ইঙ্গিত দিচ্ছে আরেকটি প্রিকুয়েলের— ‘কান্তারা: চ্যাপ্টার ২’।

Kantara Chapter 1 – full story প্রিকুয়েল হিসেবে ‘কান্তারা চ্যাপ্টার ১’
২০২২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার কান্তারা-র বহু আগে, প্রায় হাজার বছর আগেকার কাহিনি নিয়ে তৈরি কান্তারা: চ্যাপ্টার ১। এই গল্পে দেখা যায় কান্তারা গ্রামের যোদ্ধা বের্মে (রিশভ শেট্টি) এবং প্রতিবেশী রাজ্য কাদম্বা রাজ্যের রাজা কুলশেখর (গুলশন দেবাইয়া)-র মধ্যে সংঘাত। কাদম্বা রাজা কান্তারার অরণ্য ও তার সম্পদের দখল নিতে চান, কিন্তু গ্রামের মানুষ তাদের দেবদেবী ও আত্মার শক্তিতে বিশ্বাসী। এখানেই শুরু হয় এক মহাকাব্যিক সংঘর্ষ।
আরও পড়ুনঃ Raktabeej 2 (2025) – “রক্তবীজ ২” এর গ্র্যান্ড প্রমোশনে শহর Berhampore এ অঙ্কুশ- কৌশানী
Kantara Chapter 1 – full story প্রেম, বিশ্বাসঘাতকতা আর দেবশক্তির লড়াই

চলচ্চিত্রের ক্লাইম্যাক্সেই আসে সবচেয়ে বড় মোচড়। বের্মের প্রেমিকা কানকবতী (রুক্মিণী বসন্ত), যাকে এতদিন নির্দোষ মনে হচ্ছিল, আসলে তিনিই ছিলেন পুরো ষড়যন্ত্রের মূলচক্রী। তিনি চান কান্তারার দৈবশক্তি নিজের দখলে আনতে। শেষ দৃশ্যে বের্মে এক গুলিগা, অর্থাৎ রক্ষক আত্মা দ্বারা আচ্ছন্ন হয়ে কানকবতী ও তাঁর পিতা বিজয়েন্দ্রর সঙ্গে লড়াইয়ে নামেন। লড়াইয়ের পর বের্মে ঝাঁপ দেন সেই কুয়োয়, যেখানে শৈশবে তাঁকে প্রথম পাওয়া গিয়েছিল— আর এই দৃশ্যেই স্তব্ধ হয়ে যায় দর্শক।
Kantara Chapter 1 – full story রহস্যময় সমাপ্তি – শুরু হোক নতুন অধ্যায়
ছবির শেষ দৃশ্য আসলে বর্তমান সময়ের এক বৃদ্ধের বর্ণনা, যিনি এক শিশুকে সেই প্রাচীন কাহিনি শোনাচ্ছেন।
শিশুটি জিজ্ঞেস করে, “তাহলে এই জায়গাটাই সেই অরণ্য?” বৃদ্ধ বলেন, “হ্যাঁ।”
ছেলেটি আবার জিজ্ঞেস করে, “কিন্তু কুয়োটা কোথায় গেল?”
বৃদ্ধের রহস্যময় উত্তর— “ওটা আরেক গল্প।”
এর পরই পর্দায় ভেসে ওঠে শব্দ— “Kantara: Chapter 2”, অর্থাৎ আরও এক প্রিকুয়েল, যা এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হতে চলেছে।
Kantara Chapter 1 – full story বক্স অফিসে কান্তারার রাজত্ব
প্রথম কান্তারা যেখানে মাত্র ₹১৫ কোটি বাজেটে ₹৪০০ কোটির বেশি আয় করেছিল, সেখানে চ্যাপ্টার ১ মুক্তির প্রথমেই ভারতের বক্স অফিসে ₹৬০ কোটি টাকার ওপেনিং করেছে। এটি কর্ণাটক সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং— শুধুমাত্র KGF: Chapter 2-এর পরে।
Kantara Chapter 1 – full story কী অপেক্ষা করছে ‘কান্তারা চ্যাপ্টার ২’-এ?
এখনও পর্যন্ত নির্মাতারা নতুন কাস্ট বা মুক্তির তারিখ ঘোষণা করেননি। তবে ইঙ্গিত স্পষ্ট— রিশভ শেট্টির এই পৌরাণিক মহাকাব্য আরও গভীরে যাবে দক্ষিণ ভারতের লোকবিশ্বাস, দেবপূজা ও অরণ্যসংস্কৃতির রহস্যময় জগতে।
