মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট কান্দির মানিক জোড়ের, এক ভাই ৬৮২, অন্যজন ৬৮০

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, কান্দিঃ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট মুর্শিদাবাদ জেলার যমজ ভাইয়ের। জেলার মধ্যে সম্ভাব্য প্রথম ও দ্বিতীয় স্থানে কান্দির যমজ ভাই। দাদা অরুনাভ দাসের প্রাপ্ত নম্বর ৬৮২ এবং ভাই অভিষেক দাসের নম্বর ৬৮০ । দুই ভাই হতে চাই ডাক্তার। যমজ দুই ছাত্রের সামফ্যে উচ্ছ্বসিত তার পরিবার ও স্কুল। কান্দির ১৪ নম্বর ওয়ার্ডের ছাতিনা কান্দির বাসিন্দা অরুনাভ দাস ও অভিষেক দাস কান্দি রাজ হাইস্কুলের ছাত্র। ছোট থেকেই মেধাবী দুই ভাই। ছোট থেকেই তাঁদের দুজনের মধ্যে চলল কম্পিডিশন। কখনও দাদা অরুনাভ কখনও ভাই অভিষেক কয়েক নাম্বারে এগিয়ে থাকতো। বাড়িতে বাবা পশু চিকিৎসক এবং মা গৃহ সামলান। ঘরের কাজ সামলে দুই সন্তানকে দেখভাল করেন মা। এবছর তাঁরা কান্দি রাজ হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। রেজাল্টে দেখা যায় অরুনাভ দাস পেয়েছে ৬৮২ এবং অভিষেক দাস পেয়েছে ৬৮০ নম্বর। দুই ভাই চাই আগামী দিনে ডাক্তার হতে।

দুই সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। মা শারদা দাস বলেন, আগামী দিনে দুই ছেলে যে বিষয় নিয়েই পড়বে, পাশে থাকবে পরিবার। জন্মের সময় তাঁদের এক মিনিটের ব্যবধান ছিল কিন্তু জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় সেই নাম্বার বেড়ে হল ২। আগামী দিনেও দুই ভাইয়ের কম্পিটিশন চলবে বলে জানাছেন দুই কৃতী। দুই ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত কান্দি রাজ হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

See also  Lalgola  মাদক পাচারের রমরমা! গ্রেফতার চার পাচারকারী