এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi SIR এসআইআর আতঙ্কে বিষ কান্দিতে ! তৃণমূল বনাম বিজেপি

Published on: November 4, 2025
Kandi SIR

Kandi SIR মঙ্গলবার কান্দির ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। একদিকে ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল লাশ খুঁজছে। মঙ্গলবার কীটনাশক খেতে আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদের কান্দি পৌরসভার Kandi Municipality ১২নং ওয়ার্ডের , বাগডাঙ্গা এলাকার বাসিন্দা  মোহন সেখ। মোহন সেখের  ভাই এরশাদ সেখের দাবি,  ২০০২সালে ভোটার তালিকায় নাম না ছিল না মোহন শেখের। বাবার নাম  ছিল। সেই কথা বলাতেও আশ্বস্ত হন নি।

আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?

Kandi SIR কী দাবি মৃতের পরিবারের  ?

Kandi SIR ভাইয়ের  আরও দাবি, ” ২০০২ এর ভোটার লিস্টে নাম ছিল না। তিন দিন ধরে বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমরা খোঁজ পাই বিষ খেয়ে মাঠে পড়ে আছে। আমি প্রশ্ন করি, এই কাজ কেন করেছো ? সে বলে, ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই। বাংলাদেশ তাড়িয়ে দেবে”। তাঁর দাবি, সকাল সাড়ে দশটা নাগাদ বিষ খান দাদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । রাস্তায় তার মৃত্যু হয়।

Kandi SIR এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। হাসপাতালে যান কান্দির তৃণমূল বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার। অপূর্ব সরকার বলেছেন, ” মোহন সেখ বংশপরম্পরায় কান্দির বাসিন্দা। ২০০২ এর ভোটার তালিকায় তাঁর নাম নেই। আতঙ্কে ছিলেন। সকালে বিএলওর সঙ্গে দেখা করেছেন। প্রতিবেশীরা বোঝানোর চেষ্টা করেছেন। তাও মাঠে গিয়ে কীটনাশক খেয়েছে”। তিনি বলেছেন, ” বিজেপি নেতারা বলছে, যাদের নাম নেই তাঁদের তুলে ফেলে দেওয়া হবে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমরা আজও একটা প্রাণ হারালাম। তাই মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দোপাধ্যায় রাস্তায় নেমেছেন। এটাই আমাদের প্রতিবাদ”।

Kandi SIR অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে ময়দান ছাড়তে নারাজ বিজেপি। বিজেপি নেতা শাখারভ সরকার,” কেউ কোন কারনে আত্মহত্যা করলে তৃণমূল বলছে, এসআইআর’এর জন্য এই কাজ করেছে। শকুনের চোখ কোথায় থাকে ? তৃণমূলের চোখ সেখানেই। এসআইআর’এর জন্য কেউ মারা যায় নি”। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস ভার্চুয়াল বৈঠক করে এই পরিকল্পনা করছে তৃণমূল। শ্মশান ঘাটে নজর রাখছে তৃণমূল নেতারা।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now