এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi SIR শুনানিতে ডাক, শয্যাশায়ী দুই বৃদ্ধা গেলেন অ্যাম্বুলেন্সে

Published on: January 2, 2026
Kandi SIR 

Kandi SIR  ২৭ শে ডিসেম্বর ২০২৫, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর SIR এর নো ম্যাপিং ভোটারদের হিয়ারিং। রাজ্য জুড়ে ৩ হাজার ২৩৪ টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে। মুর্শিদাবাদেও চলছে হিয়ারিং। যদিও এই হিয়ারিং এ যাওয়া নিয়েই উঠছে অভিযোগ। অভিযোগ অসুস্থ, বৃদ্ধাদেরও ডাকা হচ্ছে হিয়ারিংএ। শুক্রবার এমনই অভিযোগে শোরগোল কান্দিতে। কান্দির মহালন্দির বাসিন্দা মাফসুরা বেওয়া ও আশিয়া বিবি। চলা ফেরার ক্ষমতা নেই, শয্যাশায়ী অবস্থা।  তাঁদের পরিবারের দাবি, চলা ফেরার ক্ষমতা নেই, তা সত্ত্বেও ডাকা হয়েছে SIR শুনানিতে। দুই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কান্দি ব্লক অফিসে এসআইআর শুনানিতে।

আরও পড়ুন- TMC Foundation Day ইংরেজি নববর্ষে জঙ্গিপুরে দলের প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের

Kandi SIR অ্যাম্বুলেন্সেই হল SIR শুনানি 

Kandi SIR তৃণমূল কংগ্রেসের দাবি, বাড়ি থেকে শুক্রবার দুপুরে দুজনকে আনা হয় কান্দি ব্লক অফিসে। অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দুজনের হিয়ারিং করেন বিডিও অন্যান্য আধিকারিকেরা । এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এদিকে অসুস্থ আশিয়া বিবি জানান, নাম আশিয়া কিন্তু হয়েছে আসিফা। নামের ভুলের জনই হয়রান হতে হচ্ছে তাঁকে। বৃদ্ধা মাফসুরা বেওয়া জানান, বিছানায় শয্যাশায়ী অবস্থা থেকে গাড়ি করে আসতে হয়েছে। 

আরও পড়ুনMurshidabad News বর্ষবরণে কচিকাঁচা-বয়স্কদের নিয়ে বিশেষ উদ্যোগ বহরমপুরে

কান্দির বিধায়ক অপূর্ব সরকার

 

Kandi SIR  ‘ভোট দেওয়ার অধিকার যদি বাড়িতে থাকে, তাহলে SIR এর ফর্ম ফিলাপ , তদন্ত কেন বাড়িতে হবে না?” – প্রশ্ন তোলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার-

Kandi SIR কান্দির বিধায়ক  তথা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, SIR এর নামে মানুষকে লাইনে দাঁড়ানো , হয়রান করা, মানুষের মৃত্যু ঘটছে প্রতিনিয়ত। সকাল থেকেই সবাই লাইনে দাড়িয়ে আছে। বিছানায় শয্যাশায়ী বৃদ্ধা থেকে সন্তান সম্ভবা মহিলা- প্রত্যেকের হয়রানি হচ্ছে। সহায়তা কেন্দ্রে জানানোর পরে তৃনমূলের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

Kandi SIR শুক্রবার সকাল থেকেই হিয়ারিংকে ঘিরে কান্দি ব্লক অফিসে লম্বা লাইন দেখা যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now