Kandi SIR ২০০২ এর লিস্টে নাম ছিল না ! কান্দিতে চরম সিদ্ধান্ত এক ব্যক্তি। পরিবারের দাবি, এসআইআর-এর আতঙ্কেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর SIR ) শুরুর দিনই মুর্শিদাবাদের কান্দিতে এক ব্যক্তির মৃতুতে শোরগোল। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়ায় এক যুবকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?
Kandi SIR কী দাবি পরিবারের ?
Kandi SIR কীটনাশক খেতে আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদের কান্দি পৌরসভার ১২নং ওয়ার্ডের , বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন সেখ। মোহন সেখে ভাই এরশাদ সেখের দাবি, ২০০২সালে ভোটার তালিকায় নাম না ছিল না মোহন শেখের। বাবার নিম ছিল। সেই কথা বলাতেও আশ্বস্ত হন নি। তাঁর আরও দাবি, ” ২০০২ এর ভোটার লিস্টে নাম ছিল না। তিন দিন ধরে বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমরা খোঁজ পাই বিষ খেয়ে মাঠে পড়ে আছে। আমি প্রশ্ন করি, এই কাজ কেন করেছো ? সে বলে, ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই। বাংলাদেশ তাড়িয়ে দেবে”। তাঁর দাবি, সকাল সাড়ে দশটা নাগাদ বিষ খান দাদা।
Kandi SIR স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । রাস্তায় তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা।









