Kandi Raj College বিজ্ঞান প্রদর্শনীতে Science Exhibition চমক কান্দি রাজ কলেজের পড়ুয়াদের

Published By: Imagine Desk | Published On:

Kandi Raj College বর্ষ প্রাচীন মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজ। এই কলেজের ৭৫ তম বর্ষ উদযাপনে নেওয়া হল বিশেষ এক উদ্যোগ। কী সেই উদ্যোগ? কান্দি রাজ কলেজে আয়োজিত হল বিজ্ঞান প্রদর্শনী Science Exhibition 2025। ২৮ শে ফেব্রুয়ারী জাতীয় বিজ্ঞান দিবসে National Science Day কলেজের পদার্থবিদ্যা এবং রসায়ন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রদর্শনী। যেখানে প্রদর্শিত হয়েছে ২০ টি মডেল। পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ ছাড়াও জুওলজি, ফিজিওলজি, বোটানি – একাধিক বিভাগের ছাত্র ছাত্রীরা প্রদর্শনীতে অংশগ্রহন করেছে। মানুষের বিবর্তন থেকে পরিবেশ দূষণ, অ্যাসিড বৃষ্টি থেকে চুরি যাওয়া নোট চিনতে ক্রোমাটোগ্রাফি অ্যানালিসিস, আগ্নেয়গিরি থেকে এলিফ্যান্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট – প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে নানান বিষয় । ছাত্র ছাত্রীরা উৎসাহের সাথে প্রদর্শনীতে অংশ নেয়। পড়ুয়াদের কাছ থেকে প্রদর্শিত বিষয়গুলি বুঝে নেন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, অধ্যক্ষাও। প্রদর্শনী ঘিরে কলেজ ক্যাম্পাস উৎসবের চেহারা নেয়।

Kandi Raj College  প্রদর্শনী ঘুরে দেখলেন কলেজের অধ্যক্ষা। বিভাগীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। কলেজ অধ্যক্ষা Principal ডঃ সোমা দত্ত জানান, প্রচুর পড়ুয়া এই প্রদর্শনীতে যোগদান করেছে। নিজেদের কাজ এত সুন্দর করে বুঝিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের অনুষ্ঠান আরও হোক। অনুরোধ থাকবে আজকের প্রদর্শনীর যারা উদ্যোক্তা তাদের কাছে। বিজ্ঞান বিষয়ক যে প্রদর্শনী হচ্ছে তাতে কাছাকাছি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকেও আগামী দিনে প্রদর্শনীতে ডাকা হবে। শুধু প্রদর্শনী নয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সেটাকে পরিণত করব।