Kandi Raj College আজ ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। সমগ্র বাঙালি জাতির কাছেই আজকের দিনটি ‘অমর একুশে’। বাংলাভাষার শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। ভাষা দিবসের রক্তক্ষয়ী দিনটির ইতিহাস আজও ভোলার নয়। আন্তজার্তিক মাতৃভাষা দিবসে মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামের আবুল বরকত সহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল কান্দি রাজ কলেজ। কলেজ প্রাঙ্গণে ভাষা শহিদ আবুল বরকতের আবক্ষ্য মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষা, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষা কর্মী, জন প্রতিনিধি, ছাত্র ছাত্রীরা।
Kandi Raj College কলেজ অধ্যক্ষা জানান-
Kandi Raj College কান্দি রাজ কলেজের অধ্যক্ষা ডঃ সোমা দত্ত জানান, প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা এবং সকাল ও বিকেলে ইউনিভার্সিটির পরীক্ষা চলছে। তাই অনাড়ম্বর ভাবেই অনুষ্ঠানটি পালন করলাম।
Kandi Raj College এদিনের অনুষ্ঠানে এসে কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, ভাষা আন্দোলনে শহিদ হয়েছিলেন সালারের বাবলা গ্রামের আবুল বরকত। বিধায়ক অপূর্ব সরকারের উদ্যোগে আবুল বরকতের মূর্তি এবং বাংলাদেশের আদলে শহিদ বেদীতে আজকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। পাশাপাশি প্রবাদ প্রতিম প্রতুল মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসকে সামনে রেখে পোস্টারিং, অংকন প্রতিযোগিতা হয়েছে। এই কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষক, শিক্ষিকাদের পছন্দের ভিত্তিতে আগামী দিনে তাদের সম্মানিত করা হবে।