Kandi Puja: কান্দিতে বদ্রীনাথ দর্শন, পোড়া মাটির প্রতিমাও এবার পুজোয় নতুন চমক

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ কান্দিঃ উত্তরাখণ্ড যেতে হবে না । এবার কান্দিতেই হাজির বদ্রীনাথ। বহু পুণ্যার্থীর সারা জীবনের স্বপ্ন থাকে অন্তত একবার বদ্রীনাথ দর্শন করার । কান্দিবাসীর কাছে এবার এক টুকরো বদ্রীনাথ চাক্ষুষ করার সুযোগ এনে দিতে চলেছে একটি ক্লাব। যাতে অবিকল বদ্রীনাথ তুলে ধরা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। আর বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। মন্ডপ সজ্জার প্রস্তুতি চলছে জোর কদমে । কান্দি শহরে প্রতিবার সেরা দুর্গা মন্ডপ তৈরিতে অন্যতম দৌড়ে থাকে ওই ক্লাব। এবার তাদের মন্ডপ সজ্জার থিমের চমক চার ধামের অন্যতম বদ্রীনাথ । শুধু তাই নয়, প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। পোড়া মাটির প্রতিমা তৈরি হচ্ছে। এবং তা তৈরি করা হচ্ছে কৃষ্ণনগরে। সেখান থেকে নিয়ে আসা হবে । আলোকসজ্জাতেও থাকছে নতুনত্ব।

কাঠ, কাপড় সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে ডিজাইন। পুজোয় 78 ফুট চওড়া এবং 60 ফুট লম্বা মন্ডপ তৈরি করছেন কারিগররা।
রবিবার ছুটির দুপুরে আকাশের মুখ ভার। দেখা গেল আপন-মনে কাজ করে চলেছেন মণ্ডপসজ্জার দায়িত্বে থাকা কারিগররা । দ্রুত তাদের কাজ শেষ করতে হবে। প্রধান কারিগর সুনির্মল গায়েন সেখানে জানালেন, আমরা অবিকল বদ্রীনাথ তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়া এখানে ডিজাইনে ফুটিয়ে তোলা হবে বাঘ, শঙ্খ ছাড়াও আরও অন্যান্য আকর্ষণীয় অনেক কিছু । মণ্ডপেও অনেক চমক থাকবে। ওই ক্লাবের কোষাধ্যক্ষ সৌমেন্দ্রনাথ সাহা এদিন বলেন, আমরা এবছর বদ্রীনাথ থিম ফুটিয়ে তোলার জন্য বিশেষজ্ঞ শিল্পীকে দায়িত্ব দিয়েছি । পোড়ামাটির প্রতিমা তৈরি করছেন কৃষ্ণনগরের শিল্পী শংকর পাল। চতুর্থী দিন এই পুজোর উদ্বোধন হবে। ওই দিন ১০০০ দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হবে। আমাদের পুজোয় নবমীর দিন সবার জন্য ভোগ বিতরণ করা হবে , অন্যান্য বারের মতো। আমরা কান্দিবাসীর কাছে একে একে চার পুণ্য ধাম তুলে ধরার চেষ্টা করব।