এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi Politics কান্দিতে বাড়ি বাড়ি ঘুরে ভূতুড়ে ভোটার খুঁজলেন অপূর্ব সরকার

Published on: March 2, 2025
Kandi Politics

Kandi Politics  ভোটার তালিকা থেকে ভূতুড়ে নাম বাদ দিতে ময়দানে নামল তৃণমূল। দলনেত্রীর নির্দেশ মেনে রবিবার সকাল থেকেই কান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোহনবাগান এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড যাচাই করেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার Apurba Sarkar । সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Kandi Politics শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের উচ্চপর্যায়ের বৈঠকের পরই সিদ্ধান্ত হয়, ভোটার তালিকা থেকে ভূতুড়ে নাম খুঁজে বের করতে হবে। সেই লক্ষ্যে এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার এপিক নম্বর মিলিয়ে দেখেন অপূর্ব সরকার ও তৃণমূল কর্মীরা।

Kandi Politics  জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শুধু কান্দি নয়, আগামী কয়েকদিন জেলার প্রতিটি এলাকায় এই প্রক্রিয়া চলবে। ভোটার তালিকা যাতে স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানান জেলা সভাপতি অপূর্ব সরকার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now