Kandi Police জমি বিবাদ মেটাতে গিয়ে হাসপাতালে আইসি ! এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। জানা গিয়েছে কান্দির গোকর্ণে জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। মাথা ফাটল কান্দি থানার Kandi PS আইসির। জানা গিয়েছে গোকর্ণ এলাকায় জমি বিবাদকে ঘিরে শুক্রবার সকালে গণ্ডগোল বাঁধে দুপক্ষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। বিবাদ চলাকালীন আক্রান্ত হন আইসি মৃণাল সিনহা। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
Kandi Police ধরপাকড় শুরু করেছে পুলিশ
ঘটনার পরেই এলাকা জুড়ে ধরপাকড় শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে অ্যাডিশানাল এসপি, কান্দির এসডিপিও Shri Shashrek Ambardar -র নেতৃত্বে বাড়ি বাড়ি চলে ধরপাকড়। ইতিমধ্যেই দুপক্ষের ১১ জনকে আটক করা হয়েছে। এলাকা জুড়ে চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোকর্ণ মাঝারধার পাড়া এলাকায় জমি বিবাদকে ঘিরে শুক্রবার সকালে গণ্ডগোল বাঁধে দুপক্ষের। সেই বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
আরও পড়ুনঃ Berhampore বহরমপুরে সিনেমার কায়দায় কিডন্যাপাররা কুপোকাৎ
কোর্টের নির্দেশে ধানের জমি নিতে যায় একপক্ষ। অপর পক্ষ বাঁধা দিলে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কান্দি থানার পুলিশ। বিবাদ চলাকালীন আক্রান্ত হন আইসি মৃণাল সিনহা। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, বছর দুয়েক ধরে জমি নিয়ে দুপক্ষের ঝামেলা। মিটমাট হয়নি।















