Kandi News নাবালিকা বিয়ে করে শ্রীঘরে যুবক, সাবধান বার্তা পুলিশের

Published By: Imagine Desk | Published On:

Kandi News  নাবালিকা বিয়ে। সমাজের অন্যতম জ্বলন্ত সমস্যা। সমাজ সচেতনতার পাঠ দেওয়া হয়, হয় নানান সামাজিক অনুষ্ঠান, যেখানে বারবার সাবধান করা হয়, সচেতন করা হয় জনগণকে। তবুও ঘটছে নাবালিকা বিয়ের ঘটনা। ফের একবার যে ঘটনা ঘটল মুর্শিদাবাদের কান্দিতে। আর তারপর যা হল! এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগে বিয়ের রাতেই শ্রীঘরে ঠাঁই হল যুবকের। তার সাথে পুলিশের হাতে ধৃত পাত্র ও পাত্রী পক্ষের আরও ৩ জন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদেকান্দিতে একটি মন্দিরে বসেছিল বিয়ের আসর। ২৭ বছরের যুবকের সাথে  নাবালিকা পাত্রীর বিয়ে হয় ঘটা করে। গোপনে বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কান্দি থানার পুলিশ। 

Kandi News কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, মঙ্গলবার চাইল্ড ডেভলপমেন্ট প্রজেক্ট অফিসারের তরফ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি ও তাঁর টিম।  পুলিশের গাড়ি দেখেই নববিবাহিত দম্পতির গাড়ি পালানোর চেষ্টা করে। যদিও হাতেনাতে ধরে ফেলা হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়, সামনে আসে আসল ঘটনা। নাবালিকা বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়া চেষ্টা হচ্ছিল।   দুই পরিবারের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসা হয়। চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা রুজু হয়। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। ধৃতদের বুধবার কান্দি  কোর্টে তোলা হয়। তিনি আরও বলেন, ‘ সমাজের জ্বলন্ত সমস্যা বাল্য বিবাহ। প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ কেউ কখনো মেয়ের ১৮ এবং ছেলের ২১ বছর না হওয়া অবধি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যারা এভাবে বিয়ে দেবেন ,  বিয়েতে উপস্থিত থাকবেন তারাও প্রত্যেকেই স্পেশ্যাল অ্যাক্টের আওতায় আসবেন। তাই সাবধান করা হচ্ছে বারবার। ‘