Kandi News কান্দিতে ৫ জনকে জেরা করতেই একে একে !

Published By: Imagine Desk | Published On:

Kandi News  মুর্শিদাবাদের কান্দিতে ধৃত পাঁচ দুষ্কৃতির জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হল চারটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১লা মে রাতে কান্দি থানার চরকতলা মাঠ এলাকায় গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায়। গত ০২.০৫.২০২৫ তারিখে কান্দি থানার একজন বাসিন্দা অভিযোগ দায়ের করেন । তিনি অভিযোগ করেন,  কিছু অজ্ঞাত দুষ্কৃতকারী চরকপাড়া এলাকায় তাঁর বাড়ির পাশে তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি চালায়।ঘটনার প্রেক্ষিতে কান্দি থানায় উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়।

Kandi News  তদন্তে পুলিশ ৫ জন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে এবং পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ।  ধৃতদের নাম আলমগীর সেখ, আরমান সেখ, ফিরদৌস সেখ, সরিফুল সেখ এবং হাসিল সেখ। অভিযুক্তদের কান্দি মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালতের নির্দেশে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। কান্দির এসডিপিও শাসরেক আম্বেরদর Shri Shashrek Ambardar, IPS জানান,  জিজ্ঞাসাবাদের পর ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় । তিনি আরও জানান, তদন্ত এখনও চলমান এবং অভিযুক্তদের সঙ্গে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।