Kandi News কান্দিতে জলযন্ত্রণা খোদ চেয়ারম্যানের ওয়ার্ডে! তুঙ্গে তরজা

Published By: Imagine Desk | Published On:

Kandi News  টানা পাঁচ দিন ধরে জলের তলায় কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড। জল যন্ত্রনায় ২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দারা। জমা জলে সাপের আতঙ্ক বাড়ছে। সঙ্কট বাড়ছে  পানীয় জলেরও। টানা বৃষ্টি অন্যদিকে কানা ময়ূরাক্ষীর জলে জলমগ্ন অবস্থা। কোথাও হাটু সমান জল আবার কোথাও জলস্তর বাড়ছে। জমা জল পায়ে থেলেই জরুরী কাজ সারছেন বাসিন্দারা। পরিবার পরিজন নিয়ে ঘরবন্দি দশায় দুর্ভোগ তীব্র।

Kandi News  কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, এই ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেখানেই  স্তব্ধ নিকাশি ব্যবস্থা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক তৃণমূলকে দুষছে বিরোধীরা। বিজেপি নেত্রী বিনীতা রায়ের কটাক্ষ- দুয়ারে দিঘা। তিনি বলেন, দিঘা বেড়াতে যেতে হবে না।  দুয়ারে দুয়ারে দিঘা পেয়ে যাচ্ছে। খুবই দুঃখকর ব্যাপার। মাস্টার প্ল্যানের টাকা নয়ছয় করেছে, আত্মস্যাৎ করেছে।

Kandi News  কী দাবী চেয়ারম্যানের?

Kandi News যদিও ঐ ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান জয়দেব ঘটকের দাবি, বৃষ্টি হওয়াতেই জল জমে রয়েছে। কিছু বাড়িতে জল ঢুকেছে। এলাকার মানুষকে সহায়তা করা হচ্ছে। খাবারের ব্যবস্থা হয়েছে। কিছুজনকে স্থানান্তর করা হয়েছে স্কুলে।  একদিকে কান্দি মাস্টার প্ল্যান অন্যদিকে স্বরূপ খাল চ্যানেল আজকে সংস্কার হয়েছে বলে এত বৃষ্টি হলেও কান্দি শহরের বহু ওয়ার্ড নিরাপদে আছে। কিন্তু বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকার কোন টাকা বরাদ্দ করে না।